৬ মার্চ শুরু হচ্ছে বেসিস সফটএক্সপো ২০১৩

0
175
Print Friendly, PDF & Email

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক:সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তিসেবা-বিষয়ক মেলা বেসিস সফটএক্সপো ২০১৩শুরুহচ্ছে আগামী ৬ মার্চ থেকেঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রেচার দিনের এই মেলায় এবার ১২০টির বেশি দেশি-বিদেশি সফটওয়্যার ওতথ্যপ্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান অংশ নিচ্ছেবাংলাদেশ অ্যাসোসিয়েশন অবসফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) বার্ষিক আয়োজন এই মেলায়এবারই প্রথমবারের মতো যুক্ত হচ্ছে গুগলপণ্য ও সেবা প্রদর্শনীর পাশাপাশিমেলায় থাকছে সেমিনার, তথ্যপ্রযুক্তির চাকরি মেলা, ই-কমার্স প্রদর্শনী, আলোকচিত্র প্রদর্শনীসহ নানা কিছুগতকাল শনিবার সকালে ঢাকায় বেসিসেরকার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মেলার এসব তথ্য জানান সফটএক্সপো ২০১৩-এরআহ্বায়ক রাসেল টি আহমেদএ সময় উপস্থিত ছিলেন বেসিসের ভারপ্রাপ্ত সভাপতিশামীম আহসান, যুগ্ম মহাসচিব এম রাশিদুল হাসানসহ অনেকে
মেলা প্রসঙ্গে রাসেল টি আহমেদ বলেন, ‘তথ্যপ্রযুক্তিতে আমাদের অর্জন অনেকবাংলাদেশের সফটওয়্যার শিল্পকে দুনিয়া এখন চেনেআমাদের প্রযুক্তিবিদেরাপ্রযুক্তির নানা ক্ষেত্রে এখন উকর্ষের স্বাক্ষর রাখছেনএই শিল্পে অনেকক্ষেত্রে ভারতের চেয়েও ভালো করছি আমরাফলে বেসিস সফটএক্সপো ২০১৩-এরমাধ্যমে আমরা আরও এক ধাপ এগিয়ে যাব বলে আশা করিএবারের মেলার প্রধানবিষয়বস্তু জীবনের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ব্যবসার জন্য তথ্য ওযোগাযোগ প্রযুক্তিতথ্যপ্রযুক্তির সঙ্গে সব মানুষের সম্পৃক্ততা এবংনাগরিক জীবনে এরব্যবহার বাড়াতে এই বিষয়টি নির্বাচন করা হয়েছে বলে জানাগেছেআয়োজকেরা জানান, মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত খোলাথাকবেমেলায় এ বছর বেসিস আউটসোর্সিং পুরস্কারে ১০০টি পুরস্কার দেওয়া হবেবেসিসের আয়জনে প্রতি বছর সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তির এ মেলা অনুষ্ঠিত হয়গত কয়েকটি আয়োজনে এতে ফ্রিল্যান্স আউটসোর্সিংয়ে সেরাদের পুরস্কৃত করাহচ্ছেমেলার বিস্তারিত জানা যাবে www.softexpo.com.bd ঠিকানা॥

 

ফেব্রুয়ারী/নিউজরুম

 

শেয়ার করুন