বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক:ঢাকার বিজয় সরণির সামরিক জাদুঘরে চলছে ল্যাপটপ মেলা। শুরু থেকেই এ মেলায়বিপুল দর্শক সমাগম ঘটেছে। গতকাল শনিবার মেলার দ্বিতীয় দিনে মেলায় গিয়ে দেখাগেল, আলট্রাবুকের মতো হালকা-পাতলা কিন্তু শক্তিশালী ল্যাপটপ কম্পিউটারেরপ্রতি দর্শক-ক্রেতাদের আগ্রহ বেশি।
মেলা থেকে ল্যাপটপ কিনেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামস রামাদান।তিনি জানান, ‘ল্যাপটপ মেলায় বিভিন্ন নামীদামি ব্র্যান্ডের ল্যাপটপ, ট্যাবলেট থেকে পছন্দের ল্যাপটপ সহজেই বেছে নেওয়ার সুযোগ থাকে। তাই এ মেলাথেকে ল্যাপটপ কিনেছি।’ বেশ কয়েকজন বিক্রেতা জানান, মেলায় ইন্টেলেরআলট্রাবুক প্রযুক্তির প্রতি তরুণদের আগ্রহ বেশি। বিভিন্ন স্টল ঘুরে দেখাগেছে, বিশেষ ছাড় থাকায় এসার, এইচপি, স্যামসাং, তোশিবার তৈরি আলট্রাবুকল্যাপটপের বিক্রি বেশি।
মেলায় গ্যাজেট গ্যাং সেভেনের থ্রিজি ট্যাবলেট কম্পিউটার পাওয়া যাচ্ছে বিশেষছাড়ে ১৭ হাজার ৭০০ টাকায়। সাত ইঞ্চি পর্দার এই ট্যাবলেট কিনেছেন নর্থ সাউথবিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাফসান জানি। তিনি জানান, ‘ওজনে হালকা আরবিশেষ ছাড়ের জন্য ট্যাবলেট কিনেছি।’
মেলায় বিভিন্ন ব্র্যান্ডের ল্যাপটপ, ট্যাবলেট বিশেষ ছাড়ে বিক্রি করা হচ্ছে, তেমনি রয়েছে আকর্ষণীয় পুরষ্কার। এইচপির মিনি নোটবুক পাওয়া যাচ্ছে ২৪ হাজারটাকায়, এসারের অ্যাসপায়ার ব্র্যান্ডের নেটবুক পাওয়া যাচ্ছে ২৬ হাজার ৩০০টাকায়, আসুসের নোটবুক পাওয়া যাচ্ছে ২২ হাজার টাকায়।
মেলার আয়োজকেরা জানান, ল্যাপটপ মেলায় তরুণ প্রজন্মের বিপুল দর্শক-সমাগমঘটছে। একসঙ্গে বিশেষ ছাড় ও আকর্ষণীয় পুরস্কারের কারণেই দর্শকেরা মেলায় ভিড়করছেন। মেলার প্রবেশমূল্য ২০ টাকা। কিউবি ল্যাপটপ ফেয়ার ২০১৩ নামের এ মেলাচলবে সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত।
২৪ ফেব্রুয়ারী/নিউজরুম