বিনোদন ডেস্ক:অ্যাশটন কুচারের প্রেমে মিলা কুনিস এমনই মজেছেন যে হলিউডের ঝলমলে দুনিয়ানাকি আর ভালো লাগছে না তাঁর। বিয়ে করে সংসারে থিতু হতে চান তিনি। আরহলিউডকে জানিয়ে দেবেন বিদায়।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এসব জানিয়েছেন মিলা। তিনি বললেন, ‘যদি তখনো মানুষআমাকে দেখতে চায়, কাজ দিতে চায়, তবে বছরে একটি ছবি করব। কিন্তু আমার জীবনেরএকমাত্র সুখের উৎস এমন ক্ষণস্থায়ী কিছুর ওপর নির্ভর করতে পারে না। আরহলিউডের জীবনটা খুবই ক্ষণস্থায়ী বলেই আমার মনে হয়।’
তবে অভিনয় ছাড়লেও প্রযোজনা করার ইচ্ছা আছে মিলার। ব্যাং শোবিজ।
২৪ ফেব্রুয়ারী/নিউজরুম