বিনোদন ডেস্ক: অভিনয়ের পাশাপাশি ফেরদৌস বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত আছেন।তারই ধারাবাহিকতায় এবার তিনি যুক্ত হলেন ‘দ্য বিগ বাংলা রান’ নামের একটি প্রতিষ্ঠানের সঙ্গে। এই প্রতিষ্ঠানটির শুভেচ্ছাদূত হিসেবে কাজ করবেন ফেরদৌস। তিনি সবাইকে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য-সচেতনতার ব্যাপারে উদ্বুদ্ধ করবেন।
জানা গেছে, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য-সচেতনতার জন্য দ্য বিগ বাংলা রান ঢাকায় আগামী ১ মার্চ ১০ কিমি দৌড়ের আয়োজন করেছে। গুলশান থেকে শুরু হয়ে ঢাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণের পর আবার তা গুলশানে এসে শেষ হবে।
জানা গেছে, এই দৌড়ে ফেরদৌস এবং দেশের গুণী ব্যক্তিরাও অংশ নেবেন।
ফেরদৌস বলেন, ‘সচেতন নাগরিক হিসেবে দায়িত্ববোধ থেকে অভিনয়ের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করি। তবে এত দিন পর্যন্ত তা ছিল ছোট পরিসরে। এবার বড় পরিসরে কাজ করতে যাচ্ছি আন্তর্জাতিক একটি প্রতিষ্ঠানের হয়ে।’ তিনি আরও বলেন, ‘বাংলাদেশকে ইতিবাচকভাবে উপস্থাপন করার সব কর্মকাণ্ডের সঙ্গে আমি সম্পৃক্ত হওয়ার চেষ্টা করি। দ্য বিগ বাংলা রান যে দৌড়ের আয়োজন করেছে, এর মধ্য দিয়ে বাংলাদেশের পর্যটন খাতেরও উন্নয়ন করা সম্ভব।
২৪ ফেব্রুয়ারী/নিউজরুম