ঢাকা: শাহবাগের প্রজন্ম চত্বরের গণজাগরণ মঞ্চ থেকে ঘোষিত কর্মসূচি অনুযায়ী শনিবার সমাবেশ উপলক্ষে রাজধানীর রায়ের বাজার বধ্যভূমি এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।
সমাবেশ উপলক্ষে তিনস্তরের নিরাপত্তায় এখানে নিযুক্ত করা হয়েছে র্যাব, পুলিশসহ সাদা পোশাকের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। শনিবার সকাল থেকেই তারা এখানে অবস্থান করছেন বলে জানা গেছে।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, রায়ের বাজার বধ্যভূমি নিরাপত্তায় র্যাবের একটি টিম পেট্রোল ডিউটিতে নিয়োজিত আছে। এছাড়া সমাবেশ স্থলে থাকবে বিশেষ টিম।
এখানে যাতে কেউ কোনো ধরনের নাশকতা ঘটাতে না পারে, তার তদারকির জন্যও বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।
র্যাব আরও জানায়, শনিবার সকাল থেকে তাদের ডগ স্কোয়াডের মাধ্যমে বধ্যভূমিতে কঠোর তল্লাশি চালোনো হয়।
নিরাপত্তার দায়িত্ব পালনরত মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বলেন, “র্যাবের সঙ্গে পুলিশ বাহিনীও এখানকার নিরাপত্তার দায়িত্বে আছে।”
তিনি বলেন, “সকাল থেকেই প্রায় ১০ থেকে ১৫ প্লাটুন পুলিশ এখানে অবস্থান করছে। এদিকে সমাবেশ শুরু হওয়ার আগে থেকেই মানুষের ভিড় বাড়তে থাকে।
চারদিকে লাউড স্পিকারে বাজতে থাকে জাগরণী গান। আর মুহুর্মুহু স্লোগানে মুখরিত হতে থাকে বধ্যভূমি ও তার আশেপাশের এলাকা।
ফেব্রুয়ারি ২৩, ২০১৩