২-১ জিতল সফরকারী ইংল্যান্ড

0
162
Print Friendly, PDF & Email

স্পোর্টস ডেস্ক: তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১-এ জয়নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজটাও একই ব্যবধানে জিতল সফরকারী ইংল্যান্ডদুই দলের মধ্যকার তিন ম্যাচের টেস্ট সিরিজ মাঠে গড়াবে আগামী ৬ মার্চ
আজ শনিবার ওয়ানডের সিরিজ নির্ধারণী ম্যাচে নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছে ইংল্যান্ডটসে হেরে প্রথমে ব্যাট করা নিউজিল্যান্ডের ১৮৫ রানের লক্ষ্যমাত্রা ইংল্যান্ড টপকে যায় ৩৭.৩ ওভার খেলেইবল হাতে ইংলিশদের পাঁচটির বেশি উইকেট ফেলতে পারেননি কিউই বোলাররা
ইনিংসের শুরুতেই বিপর্যয়ে পড়ে প্রথমে ব্যাট করা নিউজিল্যান্ডদলীয় ২ রানে প্রথম উইকেটের পতন১১ রানের মধ্যে পতন ঘটে তিনটি উইকেটেরএকপর্যায়ে দলীয় ৬৭ রানের মধ্যে পাঁচটি উইকেট হারায় নিউজিল্যান্ডএর পরও যে কিউইরা ১৮৫ রান পর্যন্ত যেতে পেরেছে, এর কৃতিত্ব অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামেরধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে ৭৯ রান করেন তিনিদলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ রস টেইলরের (২৮)গ্রান্ট এলিয়ট করেন ২৪ রানইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন স্টিফেন ফিনস্টুয়ার্ট ব্রড ও গ্রায়েম সোয়ান প্রত্যেকে শিকার করেন দুটি করে উইকেট
নিউজিল্যান্ডের ইনিংস শেষেই বোঝা যাচ্ছিল, সিরিজ যাচ্ছে ইংল্যান্ডের ঘরেধারণাটা মিথ্যে হয়নিবড় জয় দিয়েই সিরিজ নিশ্চিত করেছে সফরকারীরাটপ অর্ডারের সব ব্যাটসম্যানই কম-বেশি রান পেয়েছেনসর্বোচ্চ ৪৬ রান অধিনায়ক অ্যালিস্টার কুকেরইয়ান বেল করেন ২৪ রানজোনাথন ট্রট ও এউইন মরগানের সংগ্রহ যথাক্রমে ৩৮ ও ৩৯ রান২৮ রানে অপরাজিত থাকেন জো রুটনিউজিল্যান্ডের হয়ে টিম সাউদি তিনটি ও অ্যান্ড্রু এলিস দুটি উইকেট নেন

সংক্ষিপ্ত স্কোর:
নিউজিল্যান্ড: ১৮৫/১০ (৪৩.৫ ওভার)
ম্যাককালাম ৭৯, টেইলর ২৮, এলিয়ট ২৪, ফ্রাঙ্কলিন ১৪
ফিন ৩/২৭, ব্রড ২/৩৮, সোয়ান ২/৪৯
ইংল্যান্ড: ১৮৬/৫ (৩৭.৩ ওভার)
কুক ৪৬, মরগান ৩৯, ট্রট ৩৮, রুট ২৮*, বেল ২৪
সাউদি ৩/৪৮, এলিস ২/৩৫
ফল: ইংল্যান্ড ৫ উইকেটে জয়ী
সিরিজ: ইংল্যান্ড ২-১-এ জয়ী
সূত্র: ক্রিকইনফো

 

২৩ ফেব্রুয়ারী/নিউজরুম

 

শেয়ার করুন