দাউদকান্দিতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

0
313
Print Friendly, PDF & Email

কুমিল্লা: কুমিল্লার দাউদকান্দি উপজেলায় শনিবার সকালে পানিতে ডুবে সুইটি (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

নিহত সুইটি উপজেলার গৌরীপুর গ্রামের মো. আল-আমিনের মেয়ে।

স্থানীয় সূত্র জানায়, শিশু সুইটি বাড়ির পুকুর পাড়ে খেলা করার সময় পুকুরে পড়ে যায়। এর কিছুক্ষণ পর বাড়ির লোকজন পুকুর থেকে তাকে উদ্ধার করে উপজেলার একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

এ বিষয়ে দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল জানান, এ বিষয়ে কেউ তাকে অবহিত করেনি।
            
 ফেব্রুয়ারি ২৩, ২০১৩

শেয়ার করুন