রায়ের বাজার বধ্যভূমিতে মানুষের ঢল

0
142
Print Friendly, PDF & Email

ঢাকা :শাহবাগের গণজাগরণ মঞ্চ থেকে ঘোষিত কর্মসূচি অনুযায়ী শনিবার রাজধানীর রায়ের বাজার বধ্যভূমিতে জাতীয় পতাকা হাতে ঢল নেমেছে সর্বস্তরের জনতার।
 
সমাবেশের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে জনতার স্রোত, সব স্রোত মিশতে থাকে বাঙালির এ ব্যথার সমাধিতে।

জনতার উচ্ছ্বাস আর মুহুর্মুহু স্লোগানে নগর উপকণ্ঠের এ খোলা প্রান্তরের আকাশ-বাতাসে এখন কাঁপছে। বেলা ২টা থেকেই সমাবেশে যোগ দিতে নগরীর বিভিন্ন এলাকা থেকে মানুষজন আসতে শুরু করে বধ্যভূমিতে। রাজাকারের ফাঁসি চাই স্লোগান সম্বলিত হেড ব্যান্ড পরে আসতে থাকে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা।
 
বিভিন্ন আকৃতির জাতীয় পতাকা হাতে হাজার হাজার মানুষ সমাবেশ স্থল বধ্যভূমির বেদিতে এসে সমবেত হতে থাকেন।

বেলা আড়াইটার দিকে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর শিল্পীরা দেশাত্মবোধক ও গণসঙ্গীত পরিবেশন করেন। এ সময় উপস্থিত হাজার হাজার জনতা গলা মেলান শিল্পীদের সঙ্গে।
 
 ফেব্রুয়ারি ২৩, ২০১৩

শেয়ার করুন