সাতক্ষীরা: সাতক্ষীরায় ৬০০ বোতল ফেনসিডিল ও বহনকারী প্রাইভেটকারসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার দুপুরে তালা ব্রীজের পাশ থেকে তাদেরকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার মথুরাপুর গ্রামের মফিজুল ইসলাম (৩৫) ও শহরের কাটিয়াপাড়ার আফফাত কোরায়শী (২৫)।
সাতক্ষীরা ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্যসহ দুই জনকে আটক করা হয়।
এ ঘটনায় তালা থানায় একটি মামলা হয়েছে বলে জানান তিনি।
ফেব্রুয়ারি ২৩, ২০১৩