ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল বাজার থেকে ৩ হাজার পিস ইয়াবাসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার হওয়া ইয়াবার মূল্য আনুমানিক ৬ লাখ টাকা।
এরা হলেন- কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার কচুবুনিয়া গ্রামের মোহাম্মদ মিয়ার ছেলে পিয়ার আলম (২০), জিয়াউল হকের ছেলে আয়েছ মিয়া (২১), ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার তারুয়া গ্রামের মো. মজনু মিয়ার ছেলে ওয়াসিম (২০) ও ব্রাহ্মণবাড়িয়া শহরের কান্দিপাড়ার ছোটন মোল্লার ছেলে রুবেল মিয়া।
শনিবার দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কের রামরাইল বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার সহকারী উপরিদর্শক (এএসআই) বশির আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা-সিলেট মহাসড়কের রামরাইল বাজার এলাকায় একটি মাইক্রোবাস তল্লাশি করে ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় ৪ জনকে আটক করা হয়।
পুলিশের ধারণা, ইয়াবাগুলো মিয়ানমার থেকে পাচার করে আনা হয়েছে। এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে।
ফেব্রুয়ারি ২৩, ২০১৩