মাহমুদুর রহমানকে গুম করার মত কারো জন্ম হয় নাই-রফিকুল

0
104
Print Friendly, PDF & Email

ডেস্ক রিপোর্ট:মাহমুদুররহমানকে সত্যিকারের এবং শক্তিশালী লেখক দাবি করে তার উদ্দেশ্যে আহবানজানিয়ে প্রবীণ আইনজিবী ব্যারিস্টার রফিকুল হক বলেছেন, আপনি কেন ১২তলায়অবরুদ্ধ অবস্থায় রয়েছেন, বের হয়ে আসুনশনিবার বিকালে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে অবরুদ্ধ সম্পাদক মাহমুদুর রহমানের ৩টি বইয়েরপ্রকাশনা উসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেনএ সময়উপস্থিত অতিথিরা মাহমুদুর রহমান বের হয়ে আসলে তাকে গুম করা হবে বলে দাবিকরলে ব্যারিস্টার রফিকুল হক উচ্চস্বরে বলে উঠেন, মাহমুদুর রহমানকে গুমকরার সাহস কারো নেইএখনো এমন কারো জন্ম হয় নি যে তাকে গুম করবেমাহমুদুররহমানের প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, বাইরে বের হয়ে আসুন, আত্মসমর্পনকরুনযদি আপনাকে গ্রেফতার করা হয় আমি আদালত থেকে বেইল করে আপনাকে বের করেনিয়ে আসবোরফিকুল হক আরো বলেন, আমি যদি হাসিনা খালেদাকে জেল থেকেবের করে আনতে পারি তাহলে আপনাকেও পারবোপ্রয়োজনে এক আদালত থেকে আরেকআদালতে ঘুড়বোতাতে আমার জেল হলে হবেঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেকউপাচার্য ড. এমাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সাবেক প্রধান বিচারপতি আব্দুর রউফ, সাংবাদিক ও কলামিস্ট শফিক রেহমান, বিশিষ্ট কলামিস্ট ফরহাদ মাজহার, অর্থনীতিবীদ মাহবুব উল্লাহ প্রমুখ

 

২৩ ফেব্রুয়ারী/নিউজরুম

 

শেয়ার করুন