টাঙ্গাইল: টাঙ্গাইল শহরের ভিক্টোরিয়া রোডে কসমচ কম্পিউটার ট্রেনিং সেন্টারে অগ্নিসংযোগের ঘটনায় এক প্রশিক্ষণর্থীর মৃত্যু হয়েছে।
শনিবার বিকেল পৌনে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
সাবেক শিবির নেতা শওকত হোসেন ইমরানের মালিকানাধীন ওই প্রতিষ্ঠানে আওয়ামী লীগের নেতাকর্মীরা অগ্নিসংযোগ করে বলে অভিযোগ উঠেছে।
তবে তাৎক্ষণিভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি।
এদিকে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইলে জামায়াত মিছিল বের করলে আওয়ামী লীগ তাতে হামলা চালায়। এসময় জামায়াতের অন্তত ৫ নেতাকর্মী আহত হন।
স্থানীয়রা জানান, এ দুই ঘটনায় টাঙ্গাইল শহরে উত্তেজনা বিরাজ করছে। বন্ধ হয়ে গেছে শহরের সব ব্যবসা প্রতিষ্ঠান।
ফেব্রুয়ারি ২৩, ২০১৩