সিরাজগঞ্জ: শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি ব্রিজ এলাকায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন। নিহতরা হলেন- সলঙ্গা উপজেলার আমজাদ হোসেন(৪০) ও অজ্ঞাতপরিচয়(২৮)।
শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল জলিল জানান, পাবনা-নগরবাড়ি মহাসড়কের বাঘাবাড়ি ব্রিজ এলাকায় সিরাজগঞ্জ থেকে পাবনাগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অপর একটি বাসের সংঘর্ষ হয়।
এতে উভয় বাসের কমপক্ষে ২২ যাত্রী আহত হন। আহতদের পাবনার বেড়া হাসপাতালে নেওয়ার পর ২ জনের মৃত্যু হয়। আহতদের বেড়া ও শাহজাদপুর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফেব্রুয়ারি ২৩, ২০১৩