ধরে নেন রোববার পরীক্ষা হবে

0
135
Print Friendly, PDF & Email

শিক্ষা ডেস্ক: শুক্রবার বিকাল পৌনে ৪টায় ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এমওয়াহিদুজ্জামান বলেন, “এখন পর্যন্ত সিদ্ধান্তরয়েছে, রোববার হরতালেও পরীক্ষা হবেতবে কোনো কারণে যদি পরীক্ষা পেছানো হয়, তাহলে সন্ধ্যার পর তা জানিয়ে দেয়া হবে

 

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “ধরে নেন রোববার পরীক্ষা হবেবিশেষ কারণে পরীক্ষা নেয়া সম্ভব না হলে শিক্ষামন্ত্রী সন্ধ্যার পরে তা জানাবেনএর আগে রোববারের পরীক্ষা হবে কিনা জানতে চাইলে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ কোনো সুস্পষ্ট উত্তর না দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এবার হরতালে আমরা তো পরীক্ষা বন্ধ রাখছি নাদেখা যাকপরে আপনাদের জানানো হবেতবে ওয়াহিদুজ্জামান জানান, শিক্ষামন্ত্রী তাকে বলেছেন পরীক্ষা হবেকয়েকটি শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানান, হরতালে পরীক্ষা নিতে বোর্ড চেয়ারম্যানদের সঙ্গে শনিবার সকালে কথা বলেছেন শিক্ষামন্ত্রীএ বিষয়ে সংশ্লিষ্ট জেলা প্রশাসককের সঙ্গে আলোচনা করতে চেয়ারম্যানদের নির্দেশ দেন মন্ত্রীরাজধানীসহ সারাদেশে ব্যাপক সংঘাত সহিংসতার পর কর্মসূচিতে বাধাঅভিযোগে রোববার সারাদেশে সকাল-সন্ধ্যা ডেকেছে ইসলামী দলগুলিবিএনপিও তাতে সমর্থন দিয়েছে

 

রোববার এসএসসি পরীক্ষার্থীদের রসায়ন, পৌরনীতি ও ব্যবসায় উদ্যোগের বিষয়ের পরীক্ষা হওয়ার সূচি রয়েছেআর মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষার্থীদের সাধারণ গণিত, তাজবীদ নসর ও নযম (মুজ্জাব্বিদ গ্রুপ), তাজবীদ (হিফযুল কুরআন গ্রুপ) এবং কারিগরি বোর্ডের অধীনে দাখিলে (ভোকেশনাল) পদার্থ বিজ্ঞান-২ ও এসএসসি ভোকেশনালে পদার্থ বিজ্ঞান-২ (সৃজনশীল/সাধারণ) পরীক্ষা হওয়ার কথাএর আগে গত ১৮ ফেব্রুয়ারি জামায়াতে ইসলামীর ডাকা হরতালের দিন সব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম চালানোর ঘোষণা দেনসে অনুযায়ী পরদিন নির্বিঘ্নেই ক্লাস পরীক্ষা চলে দেশের স্কুল কলেজগুলোতেতবে ওইদিন এসএসসির কোনো পরীক্ষা ছিল না  

 

২৩ ফেব্রুয়ারী/নিউজরুম

 

শেয়ার করুন