ঢাকা: সমমনা ১২টি ইসলামী দলের ডাকা রোববার সকাল-সন্ধ্যা হরতালকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা রক্ষায় রাজধানীতে বিজিবি মোতায়েন করা হচ্ছে।
শনিবার সন্ধ্যা ৬টা থেকে রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে বিজিবি অবস্থান নেবে।
বিজিবির তথ্য কর্মকর্তা মহসিন রেজা বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বেসামরিক প্রশাসনকে সহযোগিতা দিতেই বিজিবির ১০ প্লাটুন (২০০জন) সদস্য রাজধানীতে মোতায়েন থাকবে।’
জানা গেছে, রোববার ইসলামী দলগুলোর ডাকা হরতালে ব্যাপক নাশকতার আশঙ্কা করছে গোয়েন্দা সংস্থাগুলো। এ কারণে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে পুলিশকে সহায়তার জন্য মাঠে থাকবে বিজিবি।
বিজিবির সূত্র জানায়, বিজিবির জওয়ানরা সন্ধ্যার পর রাজধানীর বিভিন্ন পয়েন্টে অবস্থান নেবে। পাশাপাশি স্পর্শকাতর এলাকায় টহল ও তল্লাশি চালাবেন তারা।
এর আগে জামায়াত-শিবিরের ডাকা হরতালে দুই দফা ৬ প্লাটুন ও ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছিল।
উল্লেখ্য, বিভিন্ন ওয়েবসাইট ও ব্লগে ইসলাম ধর্মকে অবমাননা করে লেখা পোস্ট করা হয়েছে অভিযোগ করে শুক্রবার জুমার নামাজের পর ইসলামী দলগুলো সারা দেশে বিক্ষোভ করে। বিক্ষোভে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়। সংঘর্ষে সারা দেশে ৫ জন নিহত হয়। এর প্রতিবাদে রোববার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় ইসলামী দলগুলো।
ফেব্রুয়ারি ২৩, ২০১৩