রোববার রাতে ওয়াশিংটন যাচ্ছেন অর্থমন্ত্রী

0
182
Print Friendly, PDF & Email

ঢাকা: পদ্মাসেতু প্রকল্পে বিশ্বব্যাংকের বরাদ্দ বাতিল হওয়া ১২০ কোটি ডলারের বিকল্প অর্থায়ন প্রস্তাব নিয়ে আলোচনা করতে ওয়াশিংটন যাচ্ছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

রোববার রাতে অর্থমন্ত্রী ওয়াশিংটনের ‍উদ্দেশে ঢাকা ছাড়বেন বলে জানিয়েছে অর্থমন্ত্রণালয় সূত্র।

এর আগে গত সোমবার বিকেলে সচিবালয় থেকে বেরিয়ে যাবার সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের সাথে সাক্ষাত করতে ২৭ ফেব্রুয়ারি সময় ঠিক হয়েছে বলে জানিয়েছিলেন অর্থমন্ত্রী।

অর্থমন্ত্রী বলেন, “বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় ইতিবাচক কিছু ঘটবে সে ধরনেরই কিছুই আশা করছি।”

সূত্র জানায়, জানুয়ারি মাসের শেষ সপ্তাহে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম কিম ইয়ংয়ের কাছে সময় চেয়ে চিঠি পাঠান অর্থমন্ত্রী। এরপর প্রায় মাস খানেক পেরিয়ে যাবার পর সময় দিয়েছেন বিশ্বব্যাংক প্রধান।

এদিকে, গত বুধবার পদ্মাসেতুতে মালয়েশিয়ার অর্থায়ন বিষয় নিয়ে বৈঠক করেছে সরকার। বৈঠকের বিষয়ে শিগগিরই প্রধানমন্ত্রীকে সারসংক্ষেপ পাঠানো হবে। তবে সরকার আনুষ্ঠানিকভাবে বিশ্বব্যাংকের পদ্মাসেতুতে অর্থায়ন অনুরোধ প্রত্যাহার করে নিয়েছে। প্রধানমন্ত্রীসহ সরকারের শীর্ষ পর্যায়ের অনেকেই বলছেন, নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু নির্মিত হবে।

তবে সরকার এ প্রকল্পেও দাতাদের সম্পৃক্ততা চায়। সে আলোকে অর্থমন্ত্রীর ওয়াশিংটন সফর গুরুত্বপূর্ণ। এতে পাল্টেও যেতে পারে বর্তমান চিত্র।
 

ফেব্রুয়ারি ২৩, ২০১৩

শেয়ার করুন