সাভার (ঢাকা) : মানিকগঞ্জের পর এবার সাভারে চলন্ত বাসে ধর্ষণের চেষ্টার সময় গাড়ি থেকে লাফিয়ে পড়ে মারা গেছেন এক গৃহবধূ।
শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে সাভারের শিমুলতলা এলাকার ঢাকা-আরিচা মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহতের নাম চাঁদনী (১৮)। সে ঢাকার সাভারের রেডিও কলোনি ভাটপাড়া এলাকার আবু বক্করের স্ত্রী। তারা ওই এলাকার মান্নানের বাড়ির ভাড়াটিয়া।
নিহতের স্বামী আবু বক্কর বাংলানিউজকে জানান, রাত সাড়ে ১১টার দিকে তিনি স্ত্রীকে সঙ্গে নিয়ে গ্রামীণসেবা পরিবহনের একটি গাড়িতে করে আশুলিয়ার জিরানী বাজার ভাইয়ের বাড়িতে যাওয়ার জন্য রওয়ানা হন।
গাড়িটি আমিন কমিউনিটি সেন্টার পার হওয়ার পর গাড়ির লাইটগুলো বন্ধ করে দেওয়া হয়। এরপর ৭-৮ জনের একটি চক্র বক্করকে মারধর করে মোবাইল ফোন ও টাকা-পয়সা নিয়ে নেয়।
বক্কর বলেন, “এক পর্যায়ে দুর্বত্তরা চাঁদনীকে বাসের পেছনের সিটে নিয়ে পাশবিক নির্যাতন চালায়। লজ্জা ও ভয়ে চাঁদনী চলন্ত গাড়ির জানালা দিয়ে লাফ দিলে গাড়ির চাকায় পিষ্ট হয়। এরপর দুর্বৃত্তরা আমাকে জানালা দিয়ে ফেলে দেয়।”
তিনি বলেন, “এসময় আমি চাঁদনীকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা-মেডিকেল কলেজ হাসাপাতালে রেফার্ড করে। কিন্তু ঢাকা যাওয়ার পথে রাস্তায় মারা যায় চাঁদনী।”
এ ঘটনায় চাঁদনীর শ্বশুর বলেন, “আমার ছেলের বউকে যারা পাশবিক নির্যাতন করে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে অবিলম্বে তাদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
এব্যাপারে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার এবিএম মাসুদ জানান, হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের স্বামীকে বাদী করে থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে। এছাড়া অবিলম্বে ধর্ষকদের আটক করে আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।
ফেব্রুয়ারি ২৩, ২০১৩