ডায়ানার দশটি পোশাক নিলামে

0
175
Print Friendly, PDF & Email

বিনোদন ডেস্ক: ১৯৯২ সালে ভারত সফরের সময় মোগল আমলের পোশাকের মতো নকশা করা একটি গাউন পরেছিলেন প্রয়াত প্রিন্সেস ডায়ানাআগামী মার্চ মাসে এই গাউনসহ ডায়ানার মোট দশটি পোশাক নিলামে উঠছেধারণা করা হচ্ছে, ৮০ হাজার থেকে এক লাখ ২০ হাজার পাউন্ডে বিকোবে গাউনটি

গোলাপি রেশম কাপড়ের ওপর ভারী নকশা করা গাউনটি ডিজাইন করেছিলেন ক্যাথরিন ওয়াকার১৯৯২ সালের ফেব্রুয়ারি মাসে ডায়ানার ভারত সফর উপলক্ষে বিশেষ ওই পোশাকটি তৈরি করা হয়েছিল

নিলামের আয়োজন করেছে কেরি টেইলর অকশনসএই প্রতিষ্ঠানের এক মুখপাত্রের বরাতে পিটিআই জানিয়েছে, বহুদিন ধরে ব্রিটিশ রাজপরিবারের আভিজাত্য ও রাজকীয়তার প্রতীক হিসেবে বিবেচিত হয়ে আসছে এ ধরনের ভারী নকশা করা গাউনপ্রিন্সেস ডায়ানার স্মৃতিবিজড়িত গাউনগুলোর মধ্যে অন্যতম ব্যয়বহুল গাউনটিই নিলামে উঠতে যাচ্ছেরাজকীয় গাউনটি পরে তাজমহলের সামনে বসে ছবি তুলেছিলেন ডায়ানা

নিলামের আকর্ষণের কেন্দ্রবিন্দু হিসেবে বিবেচনা করা হচ্ছে ডায়ানার নীল রঙের ভেলভেট পোশাকটিওধারণা করা হচ্ছে, এর মূল্য তিন লাখ পাউন্ড ছাড়িয়ে যাবেএ ছাড়া, ১৯৮৫ সালে হোয়াইট হাউসে আয়োজিত নৈশভোজে ডায়ানা যে গাউনটি পরে হলিউডের অভিনেতা জন ট্রাভোল্টার সঙ্গে নেচেছিলেন, সেটিও নিলামে উঠছে

১৯৯৭ সালে প্রিন্সেস ডায়ানার অনুরোধে এই ১০টি পোশাক নিলামে তোলা হয়েছিলদান করার উদ্দেশ্যে নিউইয়র্কে নিলামটি অনুষ্ঠিত হওয়ার মাত্র দুই মাস পর প্যারিসে সড়ক দুর্ঘটনায় নিহত হন প্রিন্সেস ডায়ানা

 

২৩ ফেব্রুয়ারী/নিউজরুম

 

শেয়ার করুন