খেলাটা দেশের জন্য- চয়ন

0
171
Print Friendly, PDF & Email

স্পোর্টস ডেস্ক: বিশ্ব হকি লিগের দ্বিতীয় পর্বে ফিজির বিপক্ষে আজকের ম্যাচে মাঠে নামবেন চোটগ্রস্ত দলের অন্যতম সেরা খেলোয়াড় মামুনুর রহমান (চয়ন)ওমানের বিপক্ষে সর্বশেষ ম্যাচে তিনি আঘাত পেয়ে মাঠ ছেড়েছিলেনতবে চয়ন জানিয়েছেন, তিনি আজ মাঠে নামবেন
ব্যথা এখনো আছেতবে খেলাটা দেশের জন্যব্যথা নিয়েই আজ মাঠে নামবআশা করি অসুবিধা হবে নাবলেছেন মামুনুর রহমান (চয়ন)
ওমানের বিপক্ষে সর্বশেষ ম্যাচে দলে চোটগ্রস্ত খেলোয়াড়দের তালিকাটা লম্বাই হয়েছেচয়নের পাশাপাশি আহত খোরশেদুর রহমান ও শেখ মোহাম্মদ নান্নুচয়ন নিজের মাঠে নামাটা নিশ্চিত করলেও এখনো অনিশ্চয়তায় খোরশেদ ও নান্নুর খেলা
বিশ্ব হকি লিগের তৃতীয় রাউন্ডে যাওয়ার সম্ভাবনাটা বাঁচিয়ে রাখতে ফিজির বিপক্ষে বেশ বড় ব্যবধানেই জিততে হবে বাংলাদেশকেচীন ও ওমানকে হারানোর পর প্রতিযোগিতার সবচেয়ে দুর্বল দল ফিজির বিপক্ষে বড় জয়টা প্রত্যাশিতইতবে যেহেতু এই প্রথমবারের মতো ফিজির বিপক্ষে খেলবে বাংলাদেশ তাই মাঠে নামার আগে দলের কোচ মাহবুব হারুন বেশ সতর্ক

 

২৩ ফেব্রুয়ারী/নিউজরুম

 

শেয়ার করুন