নোয়াখালী: নোয়াখালীর বিভিন্ন উপজেলা থেকে জামায়াত-শিবিরের ৩৭ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার দুপুরের পর থেকে গত ২৪ ঘণ্টায় তাদের গ্রেফতার করা হয়।
আটকদের মধ্যে নোয়াখালীর সদর উপজেলায় ৮ জন, হাতিয়ায় ৩ জন, সুবর্ণচরে ১ জন, কবিরহাটে ১ জন, কোম্পানীগঞ্জে ১ জন, সেনবাগে ৪ জন, বেগমগঞ্জে ৮ জন, সোনাইমুড়ীতে ৫ জন, চাটখিলে ৬ জনসহ মোট ৩৭ নেতাকর্মী রয়েছে।
শনিবার দুপুরে আটকদের আদালতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে নোয়াখালী পুলিশ সুপার মাহবুবুর রশিদ জানান, জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ৩৭ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
যে কোনো ধরনের নাশকতা এড়াতে এদের গ্রেফতার করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
ফেব্রুয়ারি ২৩, ২০১৩