আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা

0
196
Print Friendly, PDF & Email

ঢাকা: শুক্রবারে সারাদেশে জামায়াত শিবির ও ধর্মীয় দলগুলোর তাণ্ডবের উস্কানিদাতা হিসেবে আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

শনিবার দুপুরে ডিএমপির শাহবাগ থানায় এসআই বদরুল আলম এ মামলা দায়ের করেন।

মামলায় জামায়াত শিবির ও ইসলামী সমমনা দলগুলোর নেতাকর্মীদের বিক্ষোভ কর্মুসূচির নামে শুক্রবার জুমার নামাজের পর পুলিশ ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় আমার দেশ পত্রিকায় নানা প্রতিবেদনের মাধ্যমে উস্কানিদাতা হিসেবে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

উল্লেখ্য, মহানবী (সা.) কে অবমাননার প্রতিবাদে’ বিক্ষোভের নামে শুক্রবার জুমার নামাজের পরপর রাজধানীসহ সারা দেশে জামায়াত-শিবির এবং কওমি মাদ্রাসাকেন্দ্রিক ধর্মভিত্তিক কয়েকটি দলের কর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে ঢাকার বাইরে চারজন নিহত হয়। এর মধ্যে গাইবান্ধার পলাশবাড়ীতে দুজন, সিলেটে ও ঝিনাইদহে একজন করে নিহত হন।

ঢাকায় জুমার নামাজের পরপর বায়তুল মোকাররম, পুরানা পল্টন, লালবাগ, পান্থপথ ও কাটাবন এলাকা অনেকটা রণক্ষেত্রে পরিণত হয়। ঢাকায় সংঘর্ষে পুলিশ, সাংবাদিক, পথচারী ও ধর্মভিত্তিক দলগুলোর নেতা-কর্মীসহ শতাধিক ব্যক্তি আহত হয়।  রাজধানীর কাটাবন এলাকায় হামলায় পুলিশের রমনা জোনের এসি ও শাহবাগ থানার ওসি আহত হন।

 ২৩ ফেব্রুয়ারি ২০১৩

শেয়ার করুন