‘ক্যানসার আক্রান্ত গ্রাম’

0
101
Print Friendly, PDF & Email

আর্ন্তজাতিক ডেস্ক: শিল্পের বিকাশ একদিকে যেমন অর্থনীতির চাকা সচল রাখে, অন্যদিকে কারখানার ধোঁয়া ও বর্জ্য ছড়িয়ে পড়ার কারণে পরিবেশও গুরুতর হুমকির সম্মুখীন হয় রকম পরিস্থিতিতে একটি দেশকে সিদ্ধান্ত নিতে হয় তারা কোনটা বেছে নেবেপ্রকৃতি, নাকি প্রগতি?
বিশ্বের অন্যতম শিল্পপণ্য উত্পাদনকারী দেশ চীন এখন এমনই এক দোটানার মুখোমুখিএরই মধ্যে দেশের বেশ কটি এলাকা গুরুতর পরিবেশদূষণের কবলে পড়েছেসম্প্রতি এ ধরনের কয়েকটি এলাকাকে ক্যানসার আক্রান্ত গ্রামহিসেবে স্বীকার করেছে চীনের পরিবেশ মন্ত্রণালয়গতকাল শুক্রবার বিবিসি অনলাইনের খবরে এ কথা জানানো হয়
চীনে গত কয়েক বছরে কারখানা ও কারখানার বর্জ্যে দূষিত জলাধারের আশপাশে অবস্থিত বেশ কিছু গ্রামে ক্যানসারের মাত্রা আশঙ্কাজনক হারে বেড়ে গেছেবিষয়টি নিয়ে জনমনে ক্ষোভের সঞ্চার হওয়ায় নাগরিকদের একটি সচেতন অংশ এ নিয়ে প্রচার চালিয়ে আসছিলদূষণের মাত্রার সঠিক হিসাব জনগণের সামনে তুলে ধরতে সরকারের প্রতি আবেদন জানিয়ে আসছিল তারাতবে পরিবেশদূষণ যে এমন মাত্রায় ছড়িয়েছে, তা এত দিন মানতে নারাজ ছিল চীন সরকার
সম্প্রতি চীনের পরিবেশ মন্ত্রণালয় স্বীকার করেছে, উন্নত বিশ্বে নিষিদ্ধ করা হয়েছে এমন অনেক রাসায়নিক উপাদান এখনো চীনের কারখানাগুলোতে ব্যবহূত হচ্ছেপরিবেশ মন্ত্রণালয় থেকে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, এসব বিষাক্ত রাসায়নিক পদার্থের কারণে বায়ু ও পানির গুরুতর দূষণ ঘটছে
ওই প্রতিবেদনে বলা হয়, এসব রাসায়নিক উপাদান মানবদেহে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে, যা ক্যানসার পর্যন্ত ঘটাতে সক্ষমপ্রতিবেদনে আরও বলা হয়, কয়েকটি গ্রাম নির্দিষ্টভাবেক্যানসার আক্রান্তহিসেবে চিহ্নিত হওয়ার মতো ভয়ানক পরিস্থিতির দিকে গড়িয়েছে

 

২৩ ফেব্রুয়ারী/নিউজরুম

 

শেয়ার করুন