বিশাল পরাজয় জিম্বাবুয়ের

0
135
Print Friendly, PDF & Email

স্পোর্টস ডেস্ক: বিশাল পরাজয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সফর শুরু করেছে জিম্বাবুয়েগ্রানাডার সেন্ট জর্জেসে অনুষ্ঠিত প্রথম ওয়ানডেতে ক্যারিবীয়দের কাছে তাদের হার ১৫৬ রানেরওয়েস্ট ইন্ডিজের ৩৩৭ রানের জবাবে ১৮১ রান করেই থেমে যায় জিম্বাবুইয়ানরা
টসে জিতে ফিল্ডিং নিয়েই সমস্যার শুরু জিম্বাবুয়েরউদ্বোধনী জুটিতে ১৬৮ রান তুলে দুই ক্যারিবীয় ওপেনার জনসন চার্লস ও কাইরেন পাওয়েল প্রমাণ করেন টস জিতে জিম্বাবুয়ের ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্তটি ভুল ছিলচার্লসের ব্যাট থেকে আসে ১৩০ রান; পাওয়েলের ৭৯তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে ড্যারেন ব্রাভোর সংগ্রহ হার-না-মানা ১০০উদ্বোধনী জুটিতে ১৬৮ রান আসার পর দ্বিতীয় উইকেট জুটিতে আসে ৮০ব্রাভো সেঞ্চুরির পথে দ্বিতীয় উইকেটে চার্লসের সঙ্গে ৮০ রান তো যোগ করেনই, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম উইকেটে যথাক্রমে আন্দ্রে রাসেল, ডোয়াইন ব্রাভো ও রামনরেশ সারোয়ানকে সঙ্গে নিয়ে যোগ করেন ১৮, ৩৬ ও ৩৫ রানদুই ব্যাটসম্যানের শতরান ও আরেকজনের বড়সড় ফিফটিতে জিম্বাবুয়ের দুর্বল বোলিংকে ছত্রখান করে দিয়ে ক্যারিবীয়রা স্কোরবোর্ডে জমা করে ৩৩৭ রান
জিম্বাবুয়ের পক্ষে ৮৩ রান দিয়ে ২ উইকেট নেন ক্রিস্টোফার এমপফুএ ছাড়া কাইল জার্ভিস ও নাত্সাই মুশাংওয়ে একটি করে উইকেট তুলে নেন
৩৩৭ রানের জবাব দিতে নেমে প্রথম থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে জিম্বাবুয়েক্রেইগ অরভিন ও ম্যালকম ওয়ালারের ব্যাট থেকে যথাক্রমে ৪১ ও ৫১ রান না এলে জিম্বাবুইয়ানদের হয়তো লজ্জায় মুখ লুকাতে হতোশেষের দিকে প্রসপার উতসেয়া ও মুশাংওয়ে কিছুটা প্রতিরোধ গড়ে তুলে ওয়েস্ট ইন্ডিজের জয়কেই কেবল কিছুটা বিলম্বিত করেছেনউতসেয়া ১৮ ও মুশাংওয়ে ১৪ রান করেন
জিম্বাবুয়েকে লড়াই থেকে ছিটকে দেন লেগ স্পিনার সুনীল নারাইন১৮ রানে তাঁর সংগ্রহ ৩ উইকেটকেমার রোচ ও টিনো বেস্ট নেন একটি করে উইকেটডোয়াইন ব্রাভো ও আন্দ্রে রাসেল তুলে নেন দুটি করে
রোববার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে একই মাঠে মুখোমুখি হবে এই দুই দলরয়টার্স

 

২৩ ফেব্রুয়ারী/নিউজরুম

 

শেয়ার করুন