শিবিরের ওয়েবসাইট অন্যদিকে জামায়াত- ই-তথ্যকোষ হ্যাক

0
178
Print Friendly, PDF & Email

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: একদিকে শিবিরের ওয়েবসাইট হ্যাক করে একজন তা শাহবাগের প্রতি উত্সর্গ করেছেন, অন্যদিকে জামায়াত-শিবিরের সমর্থক হ্যাকাররা হ্যাক করেছেন গুরুত্বপূর্ণ জাতীয় ই-তথ্যকোষশিবিরের ওয়েবসাইট হ্যাক করেছে বিডি এক্সটর জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন ইসলামী ছাত্রশিবিরের ওয়েবসাইট হ্যাক করেছেন ‘বিডি এক্সটর’ নামের এক হ্যাকার
ওয়েবসাইটটি হ্যাক করে লেখা হয়েছে, ‘মাই ওয়ার ইজ ডিক্লেয়ার্ড অ্যাগেইনস্ট ইউ’
শিবিরের ওয়েবসাইট হ্যাক করে এই হ্যাকিংয়ের বিষয়টি শাহবাগের নামে উত্সর্গ করা হয়েছে‘দিস হ্যাকড ইজ ডেডিকেটেড টু শাহবাগ’—এ কথা হ্যাক হওয়া পেজে লিখে দিয়েছেন ওই হ্যাকারশুক্রবার রাতে শিবিরের ওয়েবসাইট (www.shibir.org.bd) হ্যাক হয়, যা এখনো চালু হয়নিএই ওয়েবসাইটের হোম পেজে বন্ধনীর মধ্যে ইংরেজিতে ওপরের বাক্যগুলো লেখা রয়েছেহ্যাকার তাঁর পরিচয় দিয়েছেন ‘BD XTOR’ নামে; এরপর সবুজ বন্ধনীতে লাল হরফে লেখা রয়েছে ‘প্রাউড টু বি অ্যা বাংলাদেশি’৫ ফেব্রুয়ারি শাহবাগের গণজাগরণ আন্দোলন শুরুর পর থেকেই দেশে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে এবং জামায়াত-শিবিরের অপপ্রচারের বিরুদ্ধে ইন্টারনেটে যুদ্ধ শুরু করেন সাইবার-যোদ্ধারাশুক্রবার রাতে শিবিরের ওয়েবসাইটটি হ্যাক করার মাধ্যমে শাহবাগের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন BD XTOR নামের ওই হ্যাকার
হ্যাক হয়েছে জাতীয় ই-তথ্যকোষ শুক্রবার রাতে শিবিরের ওয়েবসাইটটি হ্যাক হওয়ার পর আজ শনিবার সকালে জাতীয় ই-তথ্যকোষ হ্যাক করেছে ‘মুসলিম সাইবার টিম’ নামের একটি হ্যাকার দল
এই দলটি ই-তথ্যকোষের হোমপেজে কালো ব্যানারে লিখেছে—‘উই লাভ টু ব্রেক দ্য সিকিউরিটিজ ইউ ক্রিয়েট’বাংলাদেশ সরকারের তথ্যভান্ডার হিসেবে পরিচিত জাতীয় ই-তথ্যকোষ (http://www.infokosh.bangladesh.gov.bd/) হ্যাক করেছে জামায়াত-শিবিরের সমর্থক এই হ্যাকাররা

 

ফেব্রুয়ারী/নিউজরুম

 

শেয়ার করুন