চাপের মুখে নিউজিল্যান্ড

0
169
Print Friendly, PDF & Email

স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে ব্যাট হাতে একাই লড়াই করেছেন নিউজিল্যান্ডের অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম৬৮ বলে গড়া তাঁর ৭৯ রানের ঝোড়ো ইনিংসটির সুবাদে স্কোরবোর্ডে ১৮৫ রান যোগ করতে পেরেছে স্বাগতিক দলম্যাককালামের পরে নিউজিল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রানের ইনিংসটি এসেছে রস টেলরের ব্যাট থেকেইংল্যান্ডের পক্ষে ২৭ রানের বিনিময়ে তিনটি উইকেট নিয়েছেন স্টিভেন ফিনদুটি করে উইকেট শিকার করেছেন স্টুয়ার্ট ব্রড ও গ্রায়েম সোয়ান
তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজে এখন ১-১ ব্যবধানের সমতাআজ শনিবার সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই চাপের মুখে পড়ে নিউজিল্যান্ডমাত্র ১১ রান সংগ্রহ করতেই সাজঘরে ফেরেন ওয়াল্টিং, উইলিয়ামসন ও রাদারফোর্ডচতুর্থ উইকেটে ৫৩ রানের জুটি গড়ে প্রাথমিক বিপর্যয়টা সামাল দিয়েছিলেন রস টেলর ও গ্র্যান্ট ইলিয়টকিন্তু ৬৭ রানের মধ্যে এই দুই ব্যাটসম্যানই সাজঘরে ফিরলে আবারও চাপের মুখে পড়ে স্বাগতিক নিউজিল্যান্ডএরপর উইকেটে এসে ইংলিশ বোলারদের দারুণভাবে রুখে দেন অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম৬৭ বলে ৮০ রানের ঝোড়ো ইনিংস খেলে দলের শেষ ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফিরেছেন এই ডানহাতি ব্যাটসম্যান

 

২৩ ফেব্রুয়ারী/নিউজরুম

 

শেয়ার করুন