নতুন কিছু চরিত্র নিয়ে সুমাইয়া শিমু

0
152
Print Friendly, PDF & Email

বিনোদনডেস্ক: নতুন কিছু চরিত্রনিয়ে এবার দর্শকদের সামনে আসছেন সুমাইয়া শিমুতার আগামীর কাজের তালিকায়রয়েছে জুয়েল মাহমুদের পরিচালনায় নির্মিতব্য ১ ঘণ্টার নাটক আয়না’, জামালমল্লিকের সন্তান’, ফজলুর রহমানের ধারাবাহিক জীবনের অলিগলিএ নাটকেনিজের চরিত্রের বর্ণনা দিতে গিয়ে সুমাইয়া শিমু বললেন, ‘আয়না নাটকের কাহিনীআবর্তিত হয়েছে মুক্তিযুদ্ধের পটভূমি নিয়েবর্তমান সময়ের একজন লেখকেরভাবনায় মুক্তিযুদ্ধকালীন একটি মেয়ের যাপিত জীবনের নানা দিক উঠে আসবে আমারচরিত্রের মধ্য দিয়েনাটকের গল্পটা ভালো লেগেছেআর সন্তান নাটকে একজননিঃসন্তান নারীর চরিত্রে দেখা যাবে শিমুকেএতে নিজের চরিত্র প্রসঙ্গেসুমাইয়া শিমু বললেন, ‘নাটকে দেখা যায় বিয়ের পর আমি যখন জানতে পারি কখনোই মাহতে পারব না, তখন বিষয়টি আমার স্বামীর সঙ্গে শেয়ার করিতাকে আরেকটি বিয়েকরার কথা বলিকিন্তু সে তাতে রাজি নাঅবশেষে আমি একটি শিশুকে দত্তক নেয়ারকথা ভাবি, কিন্তু আমার স্বামী তাতে রাজি হয় নাএদিকে আমি আমার সিদ্ধান্তেঅটল থাকিএক সময় আমি ও আমার স্বামী মিলে একটি শিশু বিকাশ কেন্দ্রে গিয়েঅনেক শিশুর মাঝ থেকে একটি কন্যাশিশুকে পছন্দ করিআমি যে শিশুটি পছন্দ করি, সে একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটেএমনিতেই আমার স্বামী দত্তক নিতে অনাগ্রহীতার ওপর আবার মেয়েটির এ অবস্থামেয়েটির জন্য আমার অনেক মায়া হলেও স্বামীরঅনিচ্ছার কারণে ওকে নিজেদের সঙ্গে না নিয়েই বাসায় চলে আসিএরপর আবার আমিস্বামীকে না জানিয়েই মেয়েটির সঙ্গে দেখা করতে যাইএক সময় মেয়েটির সঙ্গেআমার একটা সুন্দর ও আবেগঘন সম্পর্ক তৈরি হয়এদিকে একদিন নতুন এক দম্পতিমেয়েটিকে দত্তক নিতে চাইলে মেয়েটি বলে তার মা আছেসে তাদের সঙ্গে যাবে নামেয়েটি তখন তার মা বলে আমার নামটি উচ্চারণ করেএরপর একদিন আমি যখনমেয়েটির সঙ্গে দেখা করতে যাই, সে সময় শিশু বিকাশ প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষআমাকে মেয়েটির বিষয় খুলে বলেনবাসায় এসে আমি আমার স্বামীকে ঘটনাটা বললে সেমেয়েটির প্রতি আমার মমতার কথা বিবেচনা করে ওকে দত্তক নিতে রাজি হয়পরদিনআমরা মেয়েটিকে আনার জন্য সেখানে গিয়ে জানতে পারি, আগের দিন অন্য কেউমেয়েটিকে নিয়ে গেছেএভাবেই এগিয়ে যায় নাটকের কাহিনীজীবনের অলিগলি নাটকেনিজের চরিত্র নিয়ে সুমাইয়া শিমু আরও বললেন, ‘এ নাটকের কাহিনী এগিয়েছে একটিছেলে ও একটি মেয়ের পছন্দ এবং ভালোলাগা ভালোবাসাকে উপজীব্য করেএতে দেখাযাবে, আমি একটি ছেলেকে পছন্দ করিসেও আমাকে পছন্দ করেকিন্তু ছেলেটিরপরিবারের সঙ্গে আমার পরিবারের চরম দ্বন্দ্ব রয়েছেএভাবেই এগিয়ে যায় নাটকেরগল্প
পেছনে একটা কারণও রয়েছে আর তা হলোআমাকে কেন্দ্র করে আমার পরিবারের প্রতিপ্রতিশোধ নেয়াধারাবাহিক নাটক তো, আমার কাছে এ পর্যন্ত যে কয় পর্বেরস্ক্রিপ্ট রয়েছে তাতে এটুকুই বুঝতে পেরেছি

 

 

 

২৩ ফেব্রুয়ারী/নিউজরুম

 

শেয়ার করুন