বিনোদন ডেস্ক:নিপুণ, আপনার মুঠোফোনটা অনেকক্ষণ বন্ধ পাচ্ছি।হ্যাঁ, আমি আনন্দধারায় ‘ফোনোলাইভ’ আড্ডায় ছিলাম।
পাঠকদের সঙ্গে কী নিয়ে কথা হলো?নানা কিছু নিয়ে। আমার নতুন ছবি অন্তর্ধান নিয়ে কথা হয়েছে। ছবিটি গতকালশুক্রবার স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে।একটি মাত্র প্রেক্ষাগৃহে?
এটাই বাস্তব। সারা বিশ্ব আজ তীব্র পানিসংকটে ভুগছে। এই সংকট সফলভাবেমোকাবিলা করে মানবজাতি হিসেবে আমাদেরও বাঁচার অধিকার রয়েছে। এমন কথাও শোনাযায়, তৃতীয় বিশ্বযুদ্ধ যদি কখনো সংঘটিত হয়, তা হবে পানিসংকটের কারণে।পানির অভাবে আমাদের দেশের নদীগুলো এখন চরে পরিণত হচ্ছে। এমন একটি বিষয়, আরতা নিয়ে চমৎকার একটি ছবি, যা দেশের সব দর্শকের দেখা খুব প্রয়োজন। কিন্তুসেই ছবি প্রদর্শনের ব্যাপারে অনেক প্রদর্শকেরই নাকি আগ্রহ নেই।ছবিটি তো এরই মধ্যে বিভিন্ন চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে।
উৎসবগুলো তো এ ছবি লুফে নেবে। পত্রিকাগুলো ছবিটি নিয়ে অনেক আগে থেকেইলিখছে, ছবিটি দেখার ব্যাপারে অনেক দর্শকেরই যথেষ্ট আগ্রহ রয়েছে।‘অন্তর্ধান’ ছবির কাজ কোথায় করেছিলেন?
রাজশাহীর গোদাগাড়ী থেকে বেশ দূরে, ট্রলারে করে যেতে ২০ মিনিট লাগে। সেখানেএকটি চর। বাংলাদেশ-ভারত সীমান্ত ওখান থেকে দেখা যায়। শুটিংয়ের সময়বিএসএফের সদস্যরা কাছাকাছি এসে দাঁড়িয়ে থাকতেন।ছবিতে কাজ করে কেমন অভিজ্ঞতা হয়েছে?
ছবিটিতে আমাকে নেওয়ার জন্য পরিচালক সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ডকে ধন্যবাদজানাই। অন্তর্ধান আমার অভিনয়জীবনে একটি উল্লেখযোগ্য ঘটনা হয়ে থাকবে।এখন কোনো ছবির কাজ করছেন?
হ্যাঁ, পদ্মাপারের পার্বতী। পরিচালক রফিক সিকদার। এবার ছবির শুটিং করেছিবঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। গত সোমবার এই ছবির শুটিংয়েরআগে আমি, নিরব আর ইমন শাহবাগ প্রজন্ম চত্বরে গিয়েছিলাম। সেখানে আমরাস্লোগান দিয়েছি।
২৩ ফেব্রুয়ারী/নিউজরুম