বিনোদন ডেস্ক: বাচ্চাদের খুবই পছন্দ করেন বলিউডের অভিনেতা সালমান খান। বাবা হতেও আগ্রহী এই ‘দাবাং’ তারকা। সন্তান চাইলেও বিয়ে করার কোনো রকম পরিকল্পনা নেই বলিউডের ৪৭ বছর বয়সী এই তারকা ব্যাচেলরের।কবে বিয়ে করবেন এবং বাবা হবেন—এমন এক প্রশ্নের জবাবে সালমান জানান, ‘আমার বিয়ে কবে হবে তা জানি না। কিন্তু বাচ্চাদের আমি খুবই পছন্দ করি। আমি মনেপ্রাণে সন্তানের বাবা হতে চাই। বিয়ের পর্বটি এড়িয়ে কীভাবে বাবা হওয়া যায়, সেই পথই খুঁজছি।’ সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে এনডিটিভি।শারীরিক অসুস্থতার পাশাপাশি মামলা নিয়েও বেশ বিপাকে আছেন সালমান। সব মিলিয়ে সময়টা ভালো যাচ্ছে না তাঁর। এ-সংক্রান্ত প্রশ্নের জবাবে সালমান বলেন, ‘আমার জীবনের সমীকরণটা সাপ-লুডু খেলার মতো। কখনো ছক্কা চাল দিয়ে অনেক ওপরে উঠে যাই, পরক্ষণেই হয়তো চার পেয়ে কিছুটা নিচে নেমে আসি। এরপর তিন চেলে জীবনের সবচেয়ে খারাপ সময়টা পার করি। তবে তিনের নিচে কখনোই নামি না।সালমান আরও বলেন, ‘আমি নিয়তিতে বিশ্বাস করি। ভাগ্যে যা লেখা আছে, সেটাই ঘটবে। তবে ঘুরে দাঁড়ানোর জন্য সাধ্যমতো যুদ্ধ চালিয়ে যাব আমি।
২৩ ফেব্রুয়ারী/নিউজরুম