চমৎকার একটি ছবি-নিপুন

0
154
Print Friendly, PDF & Email

বিনোদন ডেস্ক: নিপুণ, আপনার মুঠোফোনটা অনেকক্ষণ বন্ধ পাচ্ছি
হ্যাঁ, আমি আনন্দধারায় ফোনোলাইভআড্ডায় ছিলাম
পাঠকদের সঙ্গে কী নিয়ে কথা হলো?
নানা কিছু নিয়েআমার নতুন ছবি অন্তর্ধান নিয়ে কথা হয়েছেছবিটি গতকাল শুক্রবার স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে
একটি মাত্র প্রেক্ষাগৃহে?
এটাই বাস্তবসারা বিশ্ব আজ তীব্র পানিসংকটে ভুগছেএই সংকট সফলভাবে মোকাবিলা করে মানবজাতি হিসেবে আমাদেরও বাঁচার অধিকার রয়েছেএমন কথাও শোনা যায়, তৃতীয় বিশ্বযুদ্ধ যদি কখনো সংঘটিত হয়, তা হবে পানিসংকটের কারণেপানির অভাবে আমাদের দেশের নদীগুলো এখন চরে পরিণত হচ্ছেএমন একটি বিষয়, আর তা নিয়ে চমকার একটি ছবি, যা দেশের সব দর্শকের দেখা খুব প্রয়োজনকিন্তু সেই ছবি প্রদর্শনের ব্যাপারে অনেক প্রদর্শকেরই নাকি আগ্রহ নেই
ছবিটি তো এরই মধ্যে বিভিন্ন চলচ্চিত্র উসবে দেখানো হয়েছে
সবগুলো তো এ ছবি লুফে নেবেপত্রিকাগুলো ছবিটি নিয়ে অনেক আগে থেকেই লিখছে, ছবিটি দেখার ব্যাপারে অনেক দর্শকেরই যথেষ্ট আগ্রহ রয়েছে
অন্তর্ধানছবির কাজ কোথায় করেছিলেন?
রাজশাহীর গোদাগাড়ী থেকে বেশ দূরে, ট্রলারে করে যেতে ২০ মিনিট লাগেসেখানে একটি চরবাংলাদেশ-ভারত সীমান্ত ওখান থেকে দেখা যায়শুটিংয়ের সময় বিএসএফের সদস্যরা কাছাকাছি এসে দাঁড়িয়ে থাকতেন
ছবিতে কাজ করে কেমন অভিজ্ঞতা হয়েছে?
ছবিটিতে আমাকে নেওয়ার জন্য পরিচালক সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ডকে ধন্যবাদ জানাইঅন্তর্ধান আমার অভিনয়জীবনে একটি উল্লেখযোগ্য ঘটনা হয়ে থাকবে
এখন কোনো ছবির কাজ করছেন?
হ্যাঁ, পদ্মাপারের পার্বতীপরিচালক রফিক সিকদারএবার ছবির শুটিং করেছি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়েগত সোমবার এই ছবির শুটিংয়ের আগে আমি, নিরব আর ইমন শাহবাগ প্রজন্ম চত্বরে গিয়েছিলামসেখানে আমরা স্লোগান দিয়েছি

 

২৩ফেব্রুয়ারী/নিউজরুম

 

শেয়ার করুন