জয়পুরহাট: জয়পুরহাট শহরের সার্কিট হাউজের সামনে জয়পুরহাট-বগুড়া সড়কে শনিবার সকালে বাসচাপায় আলম হোসেন (৬৫) নামে এক পথচারী নিহত হয়েছেন।
নিহত আলম শহরের হাতিল এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে আলম সার্কিট হাউজের সামনে রাস্তা পার হচ্ছিলেন। এসময় ঢাকাগামী কেয়া পরিবহনের একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) খায়রুল বাসার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে রেখেছে।
ফেব্রুয়ারি ২৩, ২০১৩