পাঁচটি ভাষা রপ্ত করেছেন অজয়

0
184
Print Friendly, PDF & Email

বিনোদন ডেস্ক: বাংলা থেকে শুরু করে গুজরাটি, মারাঠি, পাঞ্জাবি আর তামিল ভাষায় কথা বলবেন বলিউডের অভিনেতা অজয় দেবগনহ্যাঁ, মুক্তি-প্রতীক্ষিত হিম্মতওয়ালা ছবির দৃশ্যে একসঙ্গে পাঁচটি ভাষায় কথা বলতে দেখা যাবে তাঁকেহিম্মতওয়ালা ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ২৯ মার্চশুদ্ধ উচ্চারণে পাঁচটি ভাষায় কথা বলার জন্য অজয় রীতিমতো প্রশিক্ষণও নিয়েছেনছবির সেটে একজন শিক্ষকের কাছ থেকে তিনি ভাষাগুলো রপ্ত করেছেন
ছবির পরিচালক সাজিদ খান জানান, ছবির একটি দৃশ্যে অজয় একসঙ্গে পাঁচটি ভাষায় কথা বলেছেনদৃশ্যটিতে দেখা যাবে, অজয়কে মারার জন্য একদল গুন্ডা নিয়ে আসেন ছবির নায়িকা তামান্না ভাটিয়াওই গুন্ডাদের একেকজনের বাড়ি একেক অঞ্চলেএকপর্যায়ে গুন্ডারা নিজ নিজ অঞ্চলের ভাষায় কথা বলার চ্যালেঞ্জ ছুড়ে দেয় অজয়কেতখন বাংলা, গুজরাটি, মারাঠি, পাঞ্জাবি ও তামিল ভাষায় অনর্গল কথা বলতে থাকেন তিনি
সাজিদ আরও জানান, দু-একটি শব্দ নয়, দৃশ্যটির জন্য পুরো সংলাপই বলতে হয়েছে অজয়কেপিটিআই

 

২৩ফেব্রুয়ারী/নিউজরুম

শেয়ার করুন