বিনোদন ডেস্ক: বাংলা থেকে শুরু করে গুজরাটি, মারাঠি, পাঞ্জাবি আর তামিল ভাষায় কথা বলবেন বলিউডের অভিনেতা অজয় দেবগন।হ্যাঁ, মুক্তি-প্রতীক্ষিত হিম্মতওয়ালা ছবির দৃশ্যে একসঙ্গে পাঁচটি ভাষায় কথা বলতে দেখা যাবে তাঁকে। হিম্মতওয়ালা ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ২৯ মার্চ।শুদ্ধ উচ্চারণে পাঁচটি ভাষায় কথা বলার জন্য অজয় রীতিমতো প্রশিক্ষণও নিয়েছেন।ছবির সেটে একজন শিক্ষকের কাছ থেকে তিনি ভাষাগুলো রপ্ত করেছেন।
ছবির পরিচালক সাজিদ খান জানান, ছবির একটি দৃশ্যে অজয় একসঙ্গে পাঁচটি ভাষায় কথা বলেছেন। দৃশ্যটিতে দেখা যাবে, অজয়কে মারার জন্য একদল গুন্ডা নিয়ে আসেন ছবির নায়িকা তামান্না ভাটিয়া। ওই গুন্ডাদের একেকজনের বাড়ি একেক অঞ্চলে।একপর্যায়ে গুন্ডারা নিজ নিজ অঞ্চলের ভাষায় কথা বলার চ্যালেঞ্জ ছুড়ে দেয় অজয়কে। তখন বাংলা, গুজরাটি, মারাঠি, পাঞ্জাবি ও তামিল ভাষায় অনর্গল কথা বলতে থাকেন তিনি।
সাজিদ আরও জানান, দু-একটি শব্দ নয়, দৃশ্যটির জন্য পুরো সংলাপই বলতে হয়েছে অজয়কে। পিটিআই।
২৩ফেব্রুয়ারী/নিউজরুম