জাতীয় পতাকা অবমাননায় চাঁদপুরে ১২শ’ জনের বিরুদ্ধে মামলা

0
354
Print Friendly, PDF & Email

চাঁদপুর: চাঁদপুরে জাতীয় পতাকা অবমাননা ও জাগরণ মঞ্চ ভাঙচুরের ঘটনায় জামায়াত-শিবিরসহ ইসলামী সমমনা দলগুলোর ১২শ’ নেতাকর্মীর বিরুদ্ধে ২টি মামলা দায়ের করেছে চাঁদপুর মডেল থানা পুলিশ।

শনিবার সকালে চাঁদপুর মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান মোল্লা বাদী হয়ে এই দু’টি মামলা দায়ের করেন।

মামলায় জাতীয় পতাকা অবমাননা, জাগরণ মঞ্চ ভাঙচুর, আইনশৃঙ্খলায় বিঘ্ন সৃস্টি করা ও পুলিশের ওপর হামলার অভিযোগ আনা হয়েছে।

চাঁদপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোর্শেদ জানান, শহরের শপথ চত্বরে শুক্রবার বিকেল পৌনে ৩টায় জামায়াত সমর্থক দলগুলোর বিক্ষোভ মিছিল শেষে পুলিশের উপস্থিতিতে জাগরণ মঞ্চ ভাঙচুর ও শপথ চত্বরে টানানো জাতীয় ও কালো পতাকা ছিড়ে অবমাননা করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে তাদের দেড় ঘণ্টাব্যাপী দফায় দফায় সংর্ঘষ চলে।

তিনি আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১শ’ ৭৮ রাউন্ড শটগানের গুলি ও ৪৭ রাউন্ড কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। পুলিশের ওপর জামায়াত-শিবিরের কর্মীরা পাল্টা হাত বোমা ও ইট-পাটকেল নিক্ষেপ করে। এ সময় আহত হয়েছে কমপক্ষে ২০জন।

 ফেব্রুয়ারি ২২,২০১৩

শেয়ার করুন