চান্দিনায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ১৫

0
266
Print Friendly, PDF & Email

চান্দিনা (কুমিল্লা): ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চান্দিনায় সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন।শনিবার সকাল পৌনে ১০টার দিকে চান্দিনা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, হোমনা থেকে কুমিল্লাগামী হোমনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে চান্দিনা বাসস্ট্যান্ডের কাছে সিএনজি স্ট্যান্ড ও দোকানের উঠে যায়। এসময় ঘটনাস্থলেই ওই দোকান ও সিএনজি স্ট্যান্ডে থাকা ২ জন নিহত হয়।

পরে হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

 ফেব্রুয়ারি ২২,২০১৩

শেয়ার করুন