বিশ্বের সবচেয়ে উঁচু ভবন সৌদি আরবে

0
220
Print Friendly, PDF & Email

আর্ন্তজাতিক ডেস্ক: বিশ্বের সবচেয়ে উঁচু ভবন নির্মাণ করবে সৌদি আরবএই ভবন নির্মাণে দেশটি বেছে নিয়েছে যুক্তরাজ্যের ম্যাস নামের একটি প্রতিষ্ঠানকে
সৌদি আরবের জেদ্দায় এই ভবন নির্মাণ করা হবেআকাশচুম্বী এই ভবনের নাম হবে কিংডম টাওয়ারলন্ডন-ভিত্তিক নির্মাতাপ্রতিষ্ঠান ম্যাসের সঙ্গে এরই মধ্যে চুক্তি সেরে নিয়েছে সৌদি কর্তৃপক্ষপাশাপাশি যুক্তরাজ্যের আরেক প্রতিষ্ঠান ইসি হ্যারিসও এই নির্মাণকাজের সঙ্গে থাকবে
কিংডম টাওয়ারের সর্বমোট উচ্চতা হবে তিন হাজার ২৮০ ফুট বা এক কিলোমিটার, যা লন্ডনের বিখ্যাত শার্ড টাওয়ারের চেয়ে তিন গুণ উঁচুবর্তমানে বিশ্বের সর্বোচ্চ ভবন দুবাইয়ের বুর্জ খলিফার (উচ্চতা দুই হাজার ৭১৭ ফুট) চেয়ে এটি প্রায় ৫৫৮ ফুট বেশি উঁচু হবে
কিংডম টাওয়ার নির্মাণে মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ৭৮ কোটি পাউন্ডপাঁচ বছরে এটির নির্মাণকাজ শেষ হবেভবনটিতে অ্যাপার্টমেন্ট ও অফিসের জায়গার পাশাপাশি পাঁচতারকা হোটেলও থাকবে
কিংডম টাওয়ার প্রকল্পের বাস্তবায়নকারী প্রতিষ্ঠান দ্য জেদ্দাহ ইকোনমিক কোম্পানি জানিয়েছে, সৌদি প্রিন্স আল-ওয়ালিদ বিন তালালের এ রকম টাওয়ার নির্মাণের স্বপ্ন ছিলবিবিসি

 

২৩ ফেব্রুয়ারী/নিউজরুম

 

শেয়ার করুন