বিনোদনডেস্ক : তবে কি নতুন করে প্রেমে পড়েছেন হলিউডের ‘প্রবলেম সেলিব্রেটি’ লিন্ডসেলোহান! ইদানীং ২২ বছর বয়সী এক ডিস্ক জকি জুলিয়ান কেভিনের সঙ্গে বেশঅন্তরঙ্গভাবেই মিশছেন ২৬ বছর বয়সী এই অভিনেত্রী। মূলত এ কারণেইলিন্ডসে-জুলিয়ানের প্রেমের জোর গুঞ্জন উঠেছে হলিউডকেন্দ্রিক বিভিন্নসংবাদমাধ্যমে।
গত রোববার নিউইয়র্কের লিটল ইতালিতে অবস্থিত গোল্ডবারে জুলিয়ানের সঙ্গেফানডে পার্টিতে মেতে উঠেছিলেন ‘মিন গার্লস’ তারকা লিন্ডসে। সেসময় তাঁদেরঘনিষ্ঠতা নজর কেড়েছে সেখানে উপস্থিত সবার। সম্প্রতি এক খবরে এমন তথ্যদিয়েছে ‘নিউইয়র্ক পোস্ট’।
এ প্রসঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, সেদিন ঠিক প্রেমিক-যুগলের মতোইআচরণ করেছেন জুলিয়ান ও লিন্ডসে। তাঁরা হাত ধরাধরি তো করেছেনই, একপর্যায়েজুলিয়ানের কাঁধে মাথা রেখে আবেগে ভেসে যান লিন্ডসে। কোনো রকম রাখঢাকছাড়াই বেশ সাহসী ভঙ্গিতে একে অপরের প্রতি আবেগ প্রকাশ করেছেন তাঁরা।
২২ফেব্রুয়ারী/নিউজরুম