বিনোদনডেস্ক: বুট, লোফার থেকে শুরু করে নানা রঙের হরেক রকমের জুতায় ভর্তি সাইফ আলীখানের ঘর। জুতার প্রতি বাড়াবাড়ি রকমের অনুরক্ত পতৌদির এ নবাব ও বলিউডেরঅভিনেতা। শুধু কেনা নয়, প্রতি জোড়া জুতা পরিষ্কার ও যত্নআত্তির কাজেওতিনি প্রচুর সময় ব্যয় করেন। আর বিষয়টি নিয়ে খান সাহেবের ওপর বেজায়বিরক্ত বেগম কারিনা কাপুর খান।সাইফ আন্তর্জাতিক ফোন কলের চেয়ে জুতার পেছনেই বেশি সময় আর অর্থ ব্যয়করেন। দেড় বছর আগেই তাঁর ৬০ জোড়া জুতা ছিল। সাইফ তাঁর সংগ্রহে থাকা সবজুতার সঙ্গে মানুষের মতোই আচরণ করেন। পারলে যেন কথাও বলেন জুতার সঙ্গে।ঘনিষ্ঠ সূত্রের বরাতে এমন মজার তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।জুতার প্রতি সাইফের মাত্রাতিরিক্ত এই ভালোবাসা প্রসঙ্গে সূত্রটি আরওজানিয়েছে, বংশানুক্রমে জুতার প্রতি এই বিশেষ মায়া তিনি পেয়েছেন কি না তাঅবশ্য নিশ্চিত করে বলা যায় না। তবে এই জুতা-প্রেম রীতিমতো ভয়ংকরপর্যায়ের
২২ফেব্রুয়ারী/নিউজরুম