ইবি-তে ভর্তি পরীক্ষা শুরু শনিবার

0
232
Print Friendly, PDF & Email

শিক্ষা ডেস্ক:আগামীকালশনিবার থেকে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১২/১৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবেএবছর ১৪৬৫ আসনের বিপরীতে৮৮৩২০ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় আবেদন করেছেএতে প্রতি আসনে লড়ছে ৬০জন শিক্ষার্থীএদিকে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ কোন্দলের কারণে১৭/২৩ নভেম্বরের নির্ধারিত ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়দীর্ঘদিনঅচলাবস্থার পর ক্যাম্পাস পরিস্থিতি স্বাভাবিক হলে বিশ্ববিদ্যালয়ের সদ্যনিয়োগপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. আবদুল হাকিম সরকার নতুন করে ভর্তিপরীক্ষার তারিখ ঘোষণা করেনভর্তি পরীক্ষার প্রথম দিনে এইচএবং ২য় দিনে রোববার বিইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবেভর্তিপরীক্ষা সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে ক্যাম্পাসে অতিরিক্তপুলিশ মোতায়েন করে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে
এদিকেভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ইসলামী বিশ্ববিদ্যালয়কে সাজানো হয়েছে নতুনসাজেতাছাড়া ইতোমধ্যে ক্যাম্পাসে ভর্তিচ্ছুদের আগমন লক্ষ্যকরা গেছেবিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হাকিম সরকার বলেন, দীর্ঘদিন অচলাবস্থা থাকার পর সকল প্রকার অরাজকতা কাটিয়ে ভর্তি পরীক্ষাসুষ্ঠভাবে সম্পন্ন করতে সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছেবহিরাগতদেরঠেকাতে ও ক্যাম্পাস পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ এবং ভর্তিপরীক্ষায় প্রক্সিবাজদের ধরতে বিশেষ টিম গঠন করা হয়েছে

 

২২ ফেব্রুয়ারী/নিউজরুম

 

শেয়ার করুন