বগুড়া : বগুড়ায় শুক্রবার জুমার নামাজের পর মুসল্লিদের মিছিলে বাধা দেয়ার পর র্যাব, পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশ ও র্যাব মুসল্লিদের হটাতে শতাধিক রাউন্ড গুলি, রাবার, টিয়ার শেল নিক্ষেপ করে। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষের পর মুসল্লিরা পিছু হটে।
পূর্বঘোষিত কর্মসূচি মোতাবেক ইসলাম বিরোধীদের শাস্তির দাবিতে জুমার নামাজ শেষে বিভিন্ন মসজিদ থেকে মিছিল বের করে মুসল্লিরা। বেলা ২টার দিকে তারা বগুড়ার জিরো পয়েন্ট সাতমাথায় ‘গণজাগরণ মঞ্চ’ সম্পূর্ণ ভেঙ্গে ফেলে। পুলিশ মুসল্লিদের উপর শতাধিক রাউন্ড গুলি, টিয়ারশেল, রাবার বুলেট নিক্ষেপ করলে তারা পিছু হটে। এ সময় একজন চা দোকানী ও আয়েন উদ্দিন (৫০) নামের একজন পুলিশ সদস্য আহত হন। পুলিশ সাতমাথার আশেপাশে থেকে মিছিলকারী সন্দেহে কমপক্ষে ১০ জনকে আটক করেছে।
এ ব্যাপারে পুলিশের এএসপি কাউছার শিকদার জানান, অল্প সংখ্যক পুলিশ দিয়ে বিপুল জনতাকে মোকাবিলা করা কঠিন। তবুও আমরা চেষ্টা করেছি।
২২ফেব্রুয়ারী ২০১৩