সুনামগঞ্জ: সুনামগঞ্জের জগন্নাথপুরে একটি নির্মাণাধীন সেতুর কাঠামো ভেঙে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। জগন্নাথপুর শুক্রবার সকাল ৯টার দিনে শিরামিসি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মোক্তার হোসেন (৩২), সুন্দর আলী (৪০) ও আবদুন নূর (২৮) তাদের সবার বাড়ি সিলেট জেলার বিশ্বনাথ উপজেলায়।
সকালে সেতুর নির্মাণ কাজ চলার সময় হঠাৎ কাঠামোর একটি অংশ ভেঙে পড়লে দুইজন ঘটনাস্থলেই নিহত হন। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান আরেকজন।
২২ফেব্রুয়ারী ২০১৩