সাগর-রুনি হত্যার বিচার দাবীতে সাংবাদিকদের মুক্ত মঞ্চ

0
150
Print Friendly, PDF & Email

ঢাকা: ’সাগর-রুনি’ মঞ্চ গড়ে মুক্ত ভাষণের আয়োজন করেছে তরুণ সাংবাদিকরা। সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার দ্রুত বিচারের দাবিতে শুক্রবার সকাল ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সামনে মুক্ত মঞ্চ গড়ে তোলা হয়েছে।
জাতীয় প্রেস কাবের সামনে এ মঞ্চ গড়ার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অনুমতি চাওয়া হয়েছিলো। কিন্তু শুক্রবার সকাল পর্যন্ত অনুমতি না পাওয়ায় ডিআরইউএর সামনে এ মঞ্চ গড়া হয়েছে। সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে প্রতিদিন সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ মঞ্চে এসে সংহতি জানিয়ে ভাষণ দেবেন সাংবাদিকরা।
ফিনানশিয়াল এক্সপ্রেসের জসিম উদ্দিন খান, আমাদের সময়ের  মিথুন মাহমুদ, শিনহুয়ার নাইমুল করিম ও ঢাকা ট্রিবিউনের মানিক মিয়াজী তরুণ সাংবাদিক সমাজের উদ্যোগে গড়া এ মঞ্চের সমন্বয়কের দায়িত্ব পালন করছেন।

২২,ফেব্রুয়ারী ২০১৩

শেয়ার করুন