হায়দারাবাদে বোমা বিস্ফোরণে ১৪ জন নিহত

0
148
Print Friendly, PDF & Email

আর্ন্তজাতিক ডেস্ক: ভারতের হায়দারাবাদে দিলশুখ নগরে বৃহস্পতিবার সন্ধ্যায় দুটি বোমা বিস্ফোরণে ১৪ জন নিহত হনআহত হন আরো ১১৯ জনভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিন্ধের বরাত দিয়ে বিবিসি অনলাইন এ খবর জানিয়েছে
শুক্রবার সকালে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সিন্ধে বলেন, শহরটিতে দুটি বোমা বিস্ফোরণে ১৪ জন নিহত হয়েছেনআহতদের মধ্যে ছয় জনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানান তিনি
এর আগে বৃহস্পতিবার হামলার ঘটনার পর সিন্ধে সাংবাদিকদের জানান, গোয়েন্দারা সম্ভাব্য হামলা সম্পর্কে আগে তথ্য পেয়েছিলেন তিনিকিন্তু কখন এবং কোথায় হামলা হবে এ ব্যাপারে সুস্পষ্ট তথ্য ছিল না
এখনও পর্যন্ত কোনো দল হামলার দায় স্বীকার করে নি
এ ঘটনার পর প্রধান শহরগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে
দিলশুখ নগর ব্যস্ততম ব্যাণিজ্যিক ও শিক্ষা প্রতিষ্ঠানের কেন্দ্রস্থল বলে পরিচিতএছাড়া ভারতের সবচেয়ে বড় ফল ও সবজির বাজারটিও এখানে অবস্থিত
হায়দারাবাদ পুলিশ সূত্র জানায়, স্থানীয় সময় সন্ধ্যার ৭টা ১মিনিটে প্রথম বোমাটি বিস্ফোরণ হয় কোণার্ক সিনেমা হলের সামনেএর মাত্র পাঁচ মিনিটর পর পাঁচশমিটার দূরত্বে দ্বিতীয় বোমাটি বিস্ফোরিত হয় ভেনকাতাদ্রি সিনেমা হলের সামনেএ দুটি স্থানে বোমা বিস্ফোরণে এই হতাহতের ঘটনা ঘটেদুই ঘটনাস্থলের মধ্যে দূরত্ব মাত্র পাঁচশমিটারদ্বিতীয় বোমাটি বিস্ফোরণের নয় মিনিট পর স্থানীয় বাসস্ট্যান্ডে তৃতীয় বোমাটির বিস্ফোরণ ঘটেতবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায় নি
উল্লেখ্য, ১৯৯২ সাল থেকে এ পর্যন্ত শহরটিতে নয়টি বোমা হামলার ঘটনা ঘটেছে২০০৭ সালে শহরটিতে দুটি বোমা হামলায় ৪০ জনের বেশি মারা গেছে

 

২২ ফেব্রুয়ারী/নিউজরুম

 

শেয়ার করুন