বন্ড সিরিজের ছবিতে ড্যানিয়েল

0
180
Print Friendly, PDF & Email

বিনোদনডেস্ক:পরপর তিনটি বন্ড সিরিজের ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন ড্যানিয়েলক্রেইগতবে তুমুল জনপ্রিয় চরিত্রটির সঙ্গে নিজের কোনো রকম মিল খুঁজে পাননা বলেই জানিয়েছেন এ ব্রিটিশ অভিনেতাজেমস বন্ড চরিত্রে অভিনয় থেকেঅবসরের পরিকল্পনা নেই বলেও জানিয়েছেন ৪৪ বছর বয়সী এ তারকা অভিনেতা
ক্যাসিনো রয়্যাল’, ‘কোয়ান্টাম অব সোলেসস্কাইফলছবিতে বন্ড চরিত্রেক্রেইগের সুনিপুণ অভিনয় প্রশংসিত হয়েছে বিভিন্ন মহলেপর্দায়বাস্তবসম্মতভাবে চরিত্রটি ফুটিয়ে তুললেও, সবদিক বিবেচনা করে বন্ড চরিত্রেরসঙ্গে নিজের কোনো রকম সাদৃশ্য নেই বলে দাবি করেছেন ক্রেইগসম্প্রতি একখবরে এমনটিই জানিয়েছে কন্ট্যাক্টমিউজিক
জেমস বন্ড চরিত্রের কোন কোন দিকের সঙ্গে নিজের চরিত্রের মিল খুঁজে পাননাএমন প্রশ্নের জবাবে ক্রেইগ বলেন, ‘সবদিক থেকেইজেমস বন্ড চরিত্রটিরসঙ্গে আদৌ কোনো রকম মিল আমার নেইবিন্দুমাত্র সাদৃশ্যও খুঁজে পাই না আমি
জেমস বন্ড চরিত্রে অভিনয় থেকে বিদায় নেওয়ার পরিকল্পনা নেই বলেওজানিয়েছেন ক্রেইগএ প্রসঙ্গে তাঁর ভাষ্য, ‘জেমস বন্ড ছাড়া অন্য কোনোচরিত্রে এখন আর আমাকে দেখতে চান না দর্শকরাএই চরিত্রে অভিনয়ের সিদ্ধান্তযখন নিয়েছিলাম, তখনই বুঝেছিলাম এমনটা ঘটবে আমার ক্ষেত্রেকাজেইচরিত্রটিতে অভিনয় চালিয়ে যেতে চাই এবং নিজেকে সেরা বন্ড তারকা প্রমাণকরতে চাইএ জন্য যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাব আমি

 

 

 

২২ ফেব্রুয়ারী

 

শেয়ার করুন