বিনোদন ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংগীতশিল্পী কবীর সুমনের পর এবার যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে গান বেঁধেছেন দোহার ব্যান্ডের অন্যতম সদস্য কালিকাপ্রসাদ ভট্টাচার্য। ঢাকার শাহবাগে তরুণ প্রজন্মের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে গানটি লেখার পাশাপাশি এতে কণ্ঠ দিয়েছেন তিনি। ‘শাহবাগ দিচ্ছে ডাক’ শিরোনামের গানটি এখন ইউটিউবে পাওয়া যাচ্ছে।
জানা গেছে, কালিকাপ্রসাদের এ গানটি বাংলাদেশের তরুণদের মধ্যে উচ্ছ্বাস ও উদ্দীপনা যেমন ছড়িয়েছে, তেমনি কলকাতার তরুণদের মাঝেও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।
গানটি সম্পর্কে শিল্পী বলেন, ‘একাত্তরে মহান স্বাধীনতা সংগ্রামে যে যাঁর অবস্থানে থেকে কাজ করেছেন মাতৃভূমির জন্য। আর আমিও তো বাঙালি। তাই এক প্রকার দায়িত্ববোধ এবং আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা জানাতেই আমার এই গান
শাহবাগ দিচ্ছে ডাক
কথা ও সুর : কালিকাপ্রসাদ ভট্টাচার্য
সংগীত: দোহার
আজ আমাদের প্রেম, আমাদের রাগ, শাহবাগ শাহবাগ
আজ দুনিয়ার কাছে লড়াই মানেই, শাহবাগ শাহবাগ।
শাহবাগ মানে মুক্তিযুদ্ধের অপরাধীদের ফাঁসি
শাহবাগ মানে বাংলাভাষা, বাংলাকে ভালোবাসি।
শাহবাগ মানে ফাগুনে পলাশে বসন্তে প্রতিরোধ
শাহবাগ মানে বাহান্ন আর একাত্তরের শোধ।
শাহবাগ মানে চণ্ডিদাস আলাউলকে সালাম
শাহবাগ আজ লালন রবীন্দ্র নজরুল ইসলাম।
যেখানে আমার গান স্লোগান আর স্লোগান হচ্ছে গান
কান পেতে শোনো শাহবাগে আজ বঙ্গবন্ধুর আহ্বান—
জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা।
বাংলা আমার পাঁজরের আওয়াজ, বাংলা বুকের চিহ্ন
শাহবাগ মানে বাংলা থেকেই রাজাকার নিশ্চিহ্ন।
একুশের মাসে বসন্ত আসে এবার এসেছে সংগ্রাম
সারা বাংলায় শাহবাগ আজ, শাহবাগ বাংলার নাম।
শাহবাগ শাহবাগ একুশে দিচ্ছে ডাক
শাহবাগ শাহবাগ আমাদের প্রেমরাগ।
শাহবাগ শাহবাগ যৌবন দেয় ডাক
বসন্তে এলো ডাক শাহবাগ শাহবাগ।
২২ ফেব্রুয়ারী