শাহবাগ: শাহবাগের কর্মসূচি আবার ২৪ ঘণ্টা চলবে বলে ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। শুক্রবার সন্ধ্যা ৭টায় সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছেন তারা।
এছাড়াও আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আল্টিমেটাম দেওয়া হয়েছে গণজাগরণ মঞ্চ।
গণজাগরণ মঞ্চের আহ্বায়ক ডা. ইমরান এইচ সরকার এসব ঘোষণা দেন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টায় গণজাগরণ মঞ্চে তিনি এ ঘোষণা দেন।
শুক্রবার সন্ধ্যা ৭ টায় সারাদেশে একযোগে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়ে তিনি সাধারণ মানুষকে আবার রাজপথে নেমে আসার আহ্বান জানান।
ইমরান বলেন, মাহমুদুর রহমান আজকের হামলার জন্য উস্কানি দিয়েছে। তাকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করতে হবে। না হলে বৃহত্তর কর্মসূচি দেবে গণজাগরণ মঞ্চ।
ফেব্রুয়ারি ২২, ২০১৩