চট্টগ্রাম নয়া দিগন্ত, আমার দেশ-সংগ্রাম ও দিগন্ত টিভি অফিস ভাংচুর

0
207
Print Friendly, PDF & Email

চট্টগ্রাম: শুক্রবার জুমার নামাজের পর চট্টগ্রাম প্রেসক্লাব ও কর্মরত সাংবাদিকদের উপর হামলা এবংগণজাগরণ মঞ্চে জামায়াত-শিবিরের কর্মীদের অগ্নিসংযোগের পর দিগন্ত টিভি, নয়া দিগন্ত, সংগ্রাম ও আমার দেশ পত্রিকার চট্টগ্রাম ব্যুরো অফিসে ভাংচুর চালিয়েছে উত্তেজিত জনতা।

শুক্রবার বিকাল ৫টা থেকে সাড়ে ৫টার মধ্যে এসব কার্যালয়ে ভাংচুর চালায় উত্তেজিত জনতা। এসময় তারা নগরীর জামালখান এলাকায় দিগন্ত টিভির চট্টগ্রাম কার্যালয় থেকে বিভিন্ন আসবাব পত্র রাস্তায় এনে আগুন ধরিয়ে দেয়।

এরপর জামালখান সড়কে ব্যারিকেড দিয়ে সড়ক অবরোধ করে।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার(দক্ষিণ) মোস্তাক আহম্মদ বাংলানিউজকে বলেন,‘মিছিল থেকে সহিংস আচরণ করায় উত্তেজিত জনতা সংগ্রাম, নয়া দিগন্ত ও দিগন্ত টিভির চট্টগ্রাম কার্যালয়ে ‍ভাংচুর চালায়।‘

পরে ক্ষুব্দ জনতা জামালখান সড়ক অবরোধ করে। এদিকে নগরীর জুবলী রোড এলাকায় আমার দেশ পত্রিকা অফিসেও হামলা চালায় উত্তেজিত জনতা।

কোতোয়ালী থানার উপ-পরিদর্শক(এসআই) উৎপল বড়ুয়া বলেন,‘শুক্রবার জুমার নামাজের পর মিছিল থেকে সহিংসতা সৃষ্টি করে জামায়াত শিবির।

এরপর বিকেলে উত্তেজিত জনতা আমার দেশ পত্রিকা অফিসে ভাংচুর করে। তারা আমার দেশ পত্রিকার কয়েকটি কপিতেও আগুন ধরিয়ে দেয়।’

ফেব্রুয়ারি ২২ ২০১৪

শেয়ার করুন