কুমিল্লা: কুমিল্লার দুর্গাপুরের আলেকজাণ্ডার স্কুলের সামনে বাস চাপায় সাজ্জাদ হোসেন (২৮) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় অপর এক মোটরসাইকেল চালক আহত হয়েছেন।
নিহত সাজ্জাদ হোসেনের বাড়ি নগরীর শাসনগাছা এলাকায়।
অপর আহত মোটরসাইকেল চালক দেবিদ্ধার উপজেলার সিদ্দিকুর রহমান (৪০)। তাকে কুমিল্লা মেড়িকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে শহরের শাসনগাছা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানান, শাসনগাছা সড়কের দুর্গাপুর আলেকজাণ্ডার স্কুলের সামনে কুমিল্লাগামী পাপিয়া পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা দুটি মোটরসাইকেলকে চাপা দেয়। এ সময় মোটরসাইকেল চালক সাজ্জাদ ঘটনাস্থলেই নিহত হন এবং অপর মোটরসাইকেল চালক সিদ্দিকুর রহমান আহত হন। পরে স্থানীয়রা সিদ্দিকুরকে উদ্ধার করে কুমেক হাসপাতালে ভর্তি করে।
এ বিষয়ে কোতয়ালী থানার এসআই সামসুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
ফেব্রুয়ারি ২২, ২০১৩