নাস্তিক ব্লগারদের ফাঁসির দাবিতে সিংড়ায় বিক্ষোভ মিছিল

0
168
Print Friendly, PDF & Email

রুপশী বাংলা ডেস্ক: আল্লাহ, রাসুল (সঃ) ও কোরআন নিয়ে কটাক্ষকারী নাস্তিক ব্লগারদের অবিলম্ভেফাঁসির দাবিতে নাটোরের সিংড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশে হাজার হাজার মানুষের ঢল নামেশুক্রবার বাদ জুম্মা হেফাজতে ইসলাম বাংলাদেশর ব্যানারে আলেমসমাজ ও সাধারণ মুসল্লিরা খন্ড খন্ড মিছিল নিয়ে সিংড়া কোট মাঠে সমাবেত হয়পরে এক বিশাল বিক্ষোভ মিছিল থানা মোড়, বাজারসহ পৌর শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে বাসষ্ট্যান্ডে এসে শেষ হয়এসময় হাজার হাজার ইসলাম ভক্ত মানুষের শ্লোগানে সিংড়া পৌর শহর মুখরিত হয়ে উঠে

পরে নাটোর-বগুড়া মহাসড়ক অবরোধ করে সিংড়া বাসষ্ট্যান্ডে সমাবেশে বক্তারা ইসলাম বিদ্বেষী শাহবাগের আন্দোলনকারী ব্লগাচক্রের রাজনীতি বন্ধ ও নাস্তিকদের ফাঁসির দাবি জানানমাওলানা আব্দুস ছালামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মাওলানা আলী আকবর, অধ্যাপক আকতারুজ্জামান, মুফতি মাহবুবুর রহমান ও আলী হাসান, মাও: হাবিবুর রহমান প্রমূখ সমাবেশে ভয়ঙ্কর ইসলাম বিদ্বেষী ব্লগারচক্র শিরোনামে লিফলেট বিতরণ করা হয়

 

২২ ফেব্রুয়ারী/নিউজরুম

 

শেয়ার করুন