সারাদেশে একযোগে সংঘর্ষের পর আবার উত্তপ্ত হচ্ছে শাহবাগ

0
147
Print Friendly, PDF & Email

শাহবাগ: যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে আবার উত্তপ্ত হচ্ছে শাহবাগ। শুক্রবার রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে জুম্মার নামাজের পর জামায়াত-শিবিরের হামলার পর দুপুর থেকেই মানুষের জমায়েত বাড়তে থাকে শাহবাগ এলাকায়।
দুপুরে কাঁটাবন মোড়ে জামায়াত সমর্থিত হেফাজতে ইসলাম নামের একটি সংগঠন পুলিশের ওপর হামলা চালায়। এর পরই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কয়েকটি মিছিল বের হয়।

মিছিল শেষে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেয় বিক্ষোভকারীরা। বিক্ষোভে সাধারণ মানুষ যোগ দিতে শুরু করলে আস্তে আস্তে ছাত্রলীগ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টসহ বিভিন্ন সংগঠনের কেন্দ্রীয় নেতারা সমাবেশে যোগ দেয়। এছাড়া গণ জাগরণ মঞ্চের ব্লগাররাও যোগ দেন এখানে।

বিকেল সাড়ে চারটার দিকে মাইক দিয়ে আবারো শুরু হয় স্লোগান।

সমাবেশ থেকে সারাদেশে জামায়াত-শিবিরের হামলার তীব্র নিন্দা এবং তাদের প্রতিহত করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

সময় বাড়ার সঙ্গে সঙ্গে জাদুঘরের সামনে বাড়তে থাকে মানুষের অংশগ্রহণ। এদিকে শাহবাগ এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।

 ফেব্রুয়ারি ২২, ২০১৩

শেয়ার করুন