২২ ফেব্রুয়ারী, ২০১৩:আমরাশাহবাগ আন্দোলনের বিরোধী নয়, তবে শাহবাগ আন্দোলনে আসা নাস্তিক ব্লগারদেরবিরোধী এমনই মন্তব্য করলেন বায়তুল মোকাররমে অবরুদ্ধ ইসলামী ঐক্যজোটেরচেয়ারম্যান আব্দুল লতিফ নিজামী। তিনি বলেন পুলিশ আমাদের বাইরে বেরুতেদিচ্ছেনা।আহত অনেকেই চিকিতসা নিতে পারছে না। তিনি বলেন পুলিশআমাদের শান্তিপুর্ন মিছিলে হামলা চালিয়েছে। পুলিশের হামলার প্রতিবাদেপরবর্তী কর্মসুচী আলোচনার মাধ্যমে জানিয়ে দেয়া হবে বলে জানান তিনি। তিনিবলেন সারা দেশে তাদের ২০০ এর বেশি নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।