রাজাকার কাদের সিদ্দিকি নয়-শফিউল আলম

0
107
Print Friendly, PDF & Email

২২ ফেব্রুয়ারী, ২০১৩:জাগপারসভাপতি শফিউল আলম প্রধান বলেছেন, বঙ্গবীর কাদের সিদ্দিকিকে যারা রাজাকারবলে তারাই প্রকৃত রাজাকার এবং ভারতের দালালরাজাকার কাদের সিদ্দিকি নয়, রাজাকার হলো ম খা আলমগিরশুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনেযুব জাগপাআয়োজিত কাদের সিদ্দিকির বিরুদ্ধে মিথ্যা মামলা ও হয়রানি  করারবিরুদ্ধে এ মানববন্ধনে তিনি এ কথা বলেনতিনি বলেন, যারা ভারতেরদালাল তারাই কদের সিদ্দিকিকে বঙ্গবীর খেতাব দিয়েছকারণ তিনি তখন তাদেরদলের ছিলআর তাদের আপকর্মের কারণে যখন কাদের সিদ্দিকি দল ত্যাগ করেছেন তখনতিনি রাজাকার হয়েগেছে তিনি আরো বলেন, ২৫ ফেব্রুয়ারি বিডিআরকেধ্বংস করে দিয়ে হিন্দুস্তানের কথা অনুযায়ী নাম নিশানা মুছে ফেলেছেযদিপ্রয়োজন হয় ৬০ লাখ লোক প্রাণ দেব কিন্তু হিন্দুস্তানের গোলামি মেনে নিবনা
যুবজাগপার সভাপতি ইনসান আলি আক্কাস এর সভাপতিত্বে আনুষ্ঠানে আরো উপস্থিতছিলেন জাগপার সাধারণ স্পাদক খন্দকার লুফর রমান, নগর জাকপার সভাপতি এএসমনিরুল রহমান প্রমুখ

 

শেয়ার করুন